Header Ads

দেশের মধ্যে জটিল সমস্যা দির্ন বরাক উপত্যকার দুটি কেন্দ্র শিলচর ,করিমগঞ্জ আজ ভোট

অমল গুপ্ত ,কোলকাতা :  হাজার  সমস্যা নিয়ে বেঁচে থাকার ৪৫,লাখ হিন্দু মুসলীম জনগোষ্ঠীর অসমের বরাক উপত্যকার মানুষের  সামনে প্রতিশ্রুতি র বন্যা । হিন্দুত্ব বাদী বিজেপি ডাবল ইঞ্জিন সরকরের আমলে অসমের বাঙালি হিন্দুদের দূরবস্থা র অন্ত নেই। ডি ভোটার , বিদেশি নোটিশ ,এন আর সি থেকে বাদ পড়ল বাঙালি হিন্দুরা,২৭ লাখ বাঙালি র আধার কার্ড বাতিল করা হল , বসুন্ধরা  প্রকল্প র জমির অধিকার থেকে বাদ পড়লো, বরাক ড্যাম, কি হল?সীমানা নির্ধারণ ফলে ১৫ টি বিধান সভা থেকে দুটি বাদ গেল , শিলচর এর মত বরাকের মর্যাদা সম্পর্ণ কেন্দ্র কে  সংরক্ষণ করে বিজেপি  দুর্বল ক্যান্ডিডেট কে প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম করে দিল। স্বাধীনতা সংগ্রামী পরিবারের ডাক্তার। রাজদীপ রায় কে কৌশল। করে বাদ দেওয়া হল  শিলচর থেকে বাদ গেলেও  করিমগঞ্জ  থেকে ক্যান্ডিডেট করা যেত। করিমগঞ্জ একই দুর্বল ক্যান্ডিডেট   রাখা হল। লোকসভার ৫৪৩সদস্য র সামনে ইংরেজি তে বক্তব্য রেখে বরাকের জ্বলন্ত সমস্যা তুলে ধরার ক্ষমতা ডাক্তার রাজদীপ রায় এর ছিল। বাকি দু জনের নেই।বর্তমান কংগ্রেস ক্যান্ডিডেট বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী র আছে। তাকে হারানো র সব চেষ্টা হচ্ছে।  বরাক বাংলা ভাষা নিয়ে গৌরব করে দেশের মধ্যে বরাক উপত্যকা ১১ জন বাঙালি যুবক যুবতী পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আজ পর্যন্ত সরকারী  মর্যাদা পায়নি। শিলচর কে ভাষা শহীদ স্টেশন এর মর্যাদা দেওয়া হলনা। উপজাতি গোষ্ঠী আপত্তি জানিয়েছে অজুহাত তুলে ফাইল আটকে রাখা হল রেল কিন্তু সবুজ সংকেত দিয়েছে।। বরাকের গর্ব বাংলা ভাষার উপর মনিপুরি ভাষা চাপিয়ে দেওয়া হল। দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে মর্যাদা দেওয়া হল। রাজধানী গুয়াহাটি র সঙ্গে যোগাযোগ শিলচর -    মেগা সড়ক আটকে রাখা হল। কি পেলো বরাক বাসী? সবই তো কেড়ে নেওয়া হল। অধিকাংশ সাংবাদিক বরাকের বিজেপি দলের জয় নিশ্চিত করা জন্য আদা জল  খেয়ে নেমে পড়েছেবলে সব মহলের অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী বরাকের  মাটিতে দাঁড়িয়ে আশ্বাস দিয়ে ছিলেন ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়া হবে। আজ অসমের গোয়াল পড়া জেলা তে এশিয়ার বৃহত্তম ডিতেন শন ক্যাম্প নির্মাণ করা হচ্ছে।। তিনি ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় গরিব শ্রমিক অর্জুন নমশূদ্র র নাম নিয়ে ছিলেন তিনি তাঁর বোন সবাই ডি ভোটার  তাই ভোট দিতে পারেন নি। তাদের ভারতীয় নাগরিকত্ত র নথিপত্র সব  পাত্তাই দেয় নি বি এল ও অফিসার । আবার বিদেশি হওয়ার ভয়ে আতঙ্ক  অর্জুন আত্ম হত্যা করেন । এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে? বরাকের সংবাদিক রা সেই মর্মান্তিক খবর প্রধান মন্ত্রীর গোচর দেওয়ার সৎ সাহস আছে কি?  টাকার লোভ এ সব চুপ। বরাক উপত্যকা যে তিমিরে ছিল ভবিষ্যত এ তাই থাকবে। উজ্জ্বল ভবিষ্যত নেই। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.