Header Ads

মুক্তিযুদ্ধে অসমের ভূমিকা :

মুক্তিযুদ্ধে অসমের ভূমিকা নিয়ে উপন্যাস প্রকাশ ঢাকায়   
 সাংবাদিক  রাজিবাক্ষ রক্ষিত 
বাংলাদেশর মুক্তিযুদ্ধ ও ভারত বিশেষত অসমের ভূমিকা নিয়ে লেখাছেন  অসমিয়া সাহিত্যিক রীতা চৌধুরীর বই নেদারল্যান্ড-জিরো আওয়ার ট্রিলজির প্রখম খণ্ডের পাঠ প্রকাশ হল আজ ঢাকার ছায়ানটে। এই প্রথম কোনও বিদেশি মুক্তিযুদ্ধ নিয়ে এমন গবেষণামূলক উপন্যাস লিখলেন বলে অনুষ্ঠিনে হাজির মুক্তিযোদ্ধাদের দাবি। রীতার বাবা এসএসবির বিস্ফোরক ও গেরিলা যুদ্ধ বিশেষজ্ঞ বিরজানন্দ চৌধুরী হাফলংয়ে বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলেন। সেই সূত্রে বাহিনীর অনেককে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। কিন্তু বিরজা কোনও তথ্য কাউকে বলেননি। সব তথ্য জ্বালিয়ে দেন। রীতার কথায় আমরা সবাই এমন যুগে বড় হয়েছি যখন বাংলা থেকে ঢোকা অনুপ্রবেশকারীদের বিতাড়ণে সংগ্ৰাম করেছি। অসম আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী হওয়ার পরে একেবারে উল্টো দিকে দাঁড়িয়ে সীমান্তের ওপারের মানুষের দৃষ্টি থেকে তাঁদের কষ্ট ও লড়াইয়ের আখ্যান তাঁদের ভাষা ও আবেগে জীবন্ত করে তোলা এবং সেই বই খোদ বাংলাদেশে প্রকাশ করা আমার এক অসীম দুঃসাহসী প্রয়াস। বাবার লেখা সেই সময়ের গানও গেয়ে শোনান রীতা। বই প্রকাশের আগে তিনি প্রথম বার যান মুক্তিযুদ্ধ সংগ্ৰহলয়ে এবং ৩২ নম্বর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে। জানান বইয়ের পরবর্তী খণ্ডে আসবে মুক্তিযুদ্ধ পর্ব। তৃতীয় পর্ব মুজিবের হত্যা থেকে ২০১১ পর্যন্ত বিস্তৃত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.