Header Ads

অসমে প্রধানমন্ত্রী র গুয়াহাটি তে রোড শো আজ ,তিন সুকিয়া অরুণাচল সীমান্ত সেনা জঙ্গি গোলা গুলি

নয়া ঠাহর গুয়াহাটি : প্রধানমন্ত্রী আজ আবার বঙ্গ অসম সফর করবেন  । গুয়াহাটি বিমান বন্দর  থেকে খানাপারা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথে রোড শো তে  অংশ গ্রহণ করবেন প্রধান মন্ত্রী। প্রায় ৪০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়  ৭২- ৭৪ বছর বয়সী প্রধান মন্ত্রী রোড করে প্রচার চালাবেন। গতকাল  টিনসুকিয়া জেলার অরুণাচল সীমান্ত বর্তি পাহাড়ি অঞ্চলে সেনা বাহিনীর কনভয় আক্রমণ করে জঙ্গীরা দুই পক্ষ গোলা গুলি চলে  এন এস সি এন , আলফা জঙ্গি দের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে। অসম তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বরা জানান তাদের দল শিলচর সহ চার জায়গা তে লড়বে । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৭এপ্রিল শিলচর আসবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.