Header Ads

গরিবদের গুরুত্ব নেই, শুধু ধনীদের কথা শোনে শাসক

গরিবদের গুরুত্ব নেই, শুধু ধনীদের কথা শোনে শাসক
ভারতের শাসক দল কেবলমাত্র ধনীদের কথাই শোনে। তাদের এই গুরুত্ব দেয়। অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত যারা ন্যূনতম চিকিৎসাটুকু পায় না যারা লিঙ্গ বৈষম্যে যারা জর্জরিত সেই গরিবদের গুরুত্ব দেওয়া হয় না। তাদের কোনও উন্নয়ন হয় না। রবিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দেশের সংবিধান পরিবর্তন করে শাসন দল একটি ধর্মকে গুরুত্ব দিতে পারে ঠিকই কিন্তু তাতে ভারতের সাধারণ মানুষের আখেরে কোনও লাভ হবে না।  দেশের শাসন দল যে গরিবদের উন্নয়নে মোটেই গুরুত্ব দিচ্ছে না, সাক্ষংকারে তা আরও একবার পষ্ট করেছেন অমর্ত্য সেন। বরাবরই বিজেপি সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করেছে অমৃত সেন। অশিক্ষার অন্ধকার লিঙ্গ বৈষম্যের জেরে দেশের গরিব মানুষের কোনও উন্নতি হয়নি বলে মনে করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.