Header Ads

রবীন্দ্র নাথ ঠাকুর কি কাজী নজরুল ইসলামের লেখা চুরি করে নোবেল পুরস্কার পান ??

❝রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের লেখা চুরি করতেন...?❞???!!!!

শিরোনাম পড়েই আপনারা হয়তো বুঝে গেছেন পোস্টটি কী ব্যাপারে করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে কিছু অজ্ঞ মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে দেদারসে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কেউ আবার বিতর্কিত  মন্তব্য করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। কেউ বলছে, রবি ঠাকুর কাজী নজরুল ইসলামের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করত। তাই তিনি সাহিত্যের সর্বোচ্চ নোবেল পুরস্কার পান। অনেকে বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন, মূর্খের দেশে আবার কীসের বিদ্যালয়? আজ এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই না...

কথা বলতে চাই লেখা চুরির বিষয়ে। আসলেই কি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের লেখা চুরি করেছেন? আপনার কী মনে হয়? আমি নিশ্চিত। আপনি আমাকে মনে মনে গালাগালি দিচ্ছেন। আর বলছেন, নজরুলের লেখা চুরি না করলে রবীন্দ্রনাথ নোবেল পেতেন না। হাস্যকর। কেন বলছি? জিজ্ঞেস করবেন না? আচ্ছা থাক। আমিই বলছি......

১. 
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত।
তিনি বাংলাদেশের জাতীয় কবি। মাত্র আট বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় । ১৩১৬ বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাস করে সেখানেই এক বছর শিক্ষকতা করেন নজরুল । বারো বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালাগান রচনা করেন ।লেটো দলেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন। 

সেই অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশকিছু লোকসঙ্গীত রচনা করেন। এর মধ্যে রয়েছে চাষার সঙ, শকুনীবধ, রাজা যুধিষ্ঠিরের সঙ, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতুম, রাজপুত্রের গান ।

২.
রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।

কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে।সাহিত্য চর্চা শুরু করেন ১২ বছর বয়সে। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন ১৮৬১ সালে। সাহিত্য চর্চা শুরু করেন ৮ বছর বয়সে।নজরুল যখন জন্মগ্রহণ করেন তখন রবি ঠাকুরের বয়স ৩৮ বছর। 

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান ❝গীতাঞ্জলি❞  কাব্যগ্রন্থের জন্য। ১৯১৩ সালে এশীয়দের মধ্যে সর্বপ্রথম তিনি এই পুরস্কার পান। যখন তিনি এই পুরস্কার পান তখন নজরুলের বয়স ছিল ১৪ বছর। অর্থাৎ নজরুল সাহিত্য চর্চা শুরু করার ২ বছর পর। আর রবি ঠাকুরের বয়স তখন ৫২ বছর। একদম বৃদ্ধ। অপরদিকে নজরুল নাবালক একটি তরুণ ছেলে।

যে মানুষটি ৫২ বছর নিরবচ্ছিন্নভাবে সাহিত্য সাধনা করে গেল। সেই মানুষটি কীভাবে একজন নাবালকের(নজরুলের) লেখা চুরি করবে? যাঁর সাহিত্য চর্চার বয়সই তো মাত্র ২ বছর।মানে নজরুলের যখন ১৪ বছর চলে তখন তিনি নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের দেখা হয় ৭ জানুয়ারি, ১৯২২ সালে। তখন নজরুলের বয়স ২৩ বছর।

অতএব, রবি ঠাকুরের নামে লেখা চুরির অভিযোগ এনে মিথ্যা অপপ্রচার চালানো কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন?

আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করুন.......

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.