Header Ads

পদ্মশ্রী গাছ দাদু

পদ্মশ্রী গাছদাদু

পুরুলিয়ার অযোধ্যাপাহাড়ে নীরবে বনসৃজনের কাজ করে যাওয়া মাঘমুণ্ডির দুখু মাঝি সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদশ্রী পুরস্কার পেলেন। কৈশোর থেকে সবুজায়নের ব্রতী দুখুকে দুখুকে অবশ্য আগেই এলাকাবাসী গাছ দাদু নাম দিয়ে কুর্নিশ জানিয়েছেন। পদ্মশ্রী পেয়ে আরও বেশি করে গালাগানো বার্তা দিলেন বৃদ্ধ খুদু। তাঁর সঙ্গেই মরণোত্তর পদ্ম সম্মান পেয়েছেন চড়িদা গ্রামের সৌ-মুখোশ শিল্পী নিপালচন্দ্র সূত্রধর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.