Header Ads

ব্যাপক হিংসা , লুট, অপহরণ মধ্যে দেশের ২১ টি রাজ্যে সঙ্গে বঙ্গে ১৭তম লোকসভায় ভোট শুরু

অমল গুপ্ত, কোলকাতা ,গুয়াহাটি: পশ্চিম বঙ্গে শান্তি পূর্ণ ভোট, "সোনার পাথর বাটি "ভাবা যায় না । রাজ্যবাসী র হিংসা মুক্ত  ভোট  করার শক্ত মানষিকতার অভাব। তৃণমূল রাজ্যে অশান্তি বহুগুণ বেড়ে গেছে। পুলিশ প্রশাসন রাজনীতির শিকার নেতাদের নির্দেশে চলে বলে বিরোধীদের অভিযোগ নস্যাৎ করা যাবে না।আজ দেশের ২১ টি রাজ্যের ১০২ কেন্দ্রে ভোট হচ্ছে।  বঙ্গের কোচ বিহার বড় ঘটনা ঘটেছে একজন একজন সিআরপিএফ কর্মী অস্বাভাবিক মৃত্যু হয়েছে ।এক  বিজেপি পোলিং অফিসাককে অপসারণ করা হয়েছে।   দলের অফিস ভেঙ্গে ফেলা আগুন ধরিয়ে  দেওয়া, অস্ত্র দিয়ে আঘাত করার মত ভুরি ভুরি ঘটনা খবর এসেছে। গত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার স্মৃতি আজও তাজা।   বঙ্গে  ৯ ২০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। ওদিকে অসমে  মতশান্তি পূর্ণ ভোট চলছে ।আজ সিকিম বিধান সভা র ভোট হচ্ছে ১০ জন বিনা প্রতি্বন্দ্বিতায় জয় লাভ করেছে।  অসমের জোর হাটে র   ক্যান্ডিডেট গৌরব গগৈ  প্রাক্তন মুখ্য মন্ত্রী তরুণ গগৈ প্রতিকৃতি তে প্রণাম করে ভোট দিতে যান। বঙ্গে তিনঘন্টা ভোটে ১৫১টি অভিযোগ জমা পড়েছে কমিশনে।
দেশে এত অভিযোগ জমা পড়েনিঅসমে কাজিরাঙা  dibrugarh , Jorhat  lakhimpur. Nagaon ৫টি লোকসভা কেন্দ্র ভোট হচ্ছে। বেলা ১১ টা পর্যন্ত ২১শতাংশ ভোট পড়েছে। dibrugarh কেন্দ্রে অসমের প্রাক্তন মুখ্য মন্ত্রী তথা কেন্দ্রের মন্ত্রী সর্বা নন্দ   সনোয়াল প্রতিদ্বন্দ্বী টা করছেন। তাঁর জেতার সম্ভাব্না উজ্জ্বল বলে পূর্বা ভাস পাওয়া গেছে। অসমের  স্বাস্থ্য  
 মন্ত্রী  কেশব মহন্ত পত্নী, মা কে সঙ্গে নিয়ে কাজিরাঙ্গা কেন্দ্রে ভোট দেন। অসমে একহাজার বুথে ভোট হচ্ছে। মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  বলেন  গুয়াহাটি  বিজেপি ক্যান্ডিডেট বিজুলি কলিতা মেধী ৫ লাখ ভোটে জিতবেন। রাজ্যে ১৪টি লোকসভায় আসনে  জিতবেন। কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ও মা পত্নী কে সঙ্গে নিয়ে ভোট দেন দুলিয়া জানে।কেন্দ্রীয় মন্ত্রী সর্ব নন্দ স্ নোয়াল ভোট দিয়ে আশা প্রকাশ করেন আবার তিনি দিল্লী যাবেন । প্রতিদ্বন্দ্বী লুরিন জ্যোতি গগৈ দাবী করেন যুব প্রজন্ম তাকে ভোট দিয়েছে। অসমের ৫টি কেন্দ্রে ৬০শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ বিকাল ৪টা পর্যন্ত ৬০ শতাংশ ভোট পড়েছে। বঙ্গে এক  বিজেপি  বিধায়ক শিখা চ্যাটার্জি  কে পুলিশ গ্রেফতার করার চেষ্টা করায় পরিস্থিতে   উত্তপ্ত হয়ে পরেছে।অসমের ৮০০ চা বাগানের কয়েক লাখ শ্রমিক এবার বিজেপি কে ভোট দিয়েছে বলে বিজেপি দাবী করেছে। বরাকের রাইজর দলের নেতা জহিরউদ্দিন কে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ এসেছে। এদিকে উজানে রাইজোর দলের এক কর্মীর মৃত্যু র খবর পাওয়া গেছে।ছোটখাট অশান্তি ছাড়া অসমে ভোট হয়েছে। পশ্চিমে বঙ্গে ব্যপক গন্ডগোল হয়েছে। মিঠুন চক্রবর্তী উত্তরবঙ্গে দাবী করেন বিজেপি এবার ৪০০আসন অতিক্রম করবে।নতুন বাঙলা গড়া হবে। বঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে। প্রচণ্ড তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গেছে । এর মধ্যে ভোট। বঙ্গে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে।

 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.