Header Ads

রামলালার কপালে সূর্য্য তিলক পড়ালেন বিজ্ঞানিরা।

বিজ্ঞানিদের কারিকুরি রামনবমীতে সূর্য তিলক পড়ালেন রামলালাকে

রামনবমী লোকারণ্য অযোধ্যা। পথে লুটিয়ে পড়েছেন ভক্তেরা। সকালে অসমের নলবারির প্রচারসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন রামনবমীর ঐতিহাসিক মুহূর্তে। ৫০০ বছর অপেক্ষার পরে প্রভু রাম তাঁর মন্দিরে স্থান পেয়েছেন। সূর্য তিলক পরিয়ে রামমন্দিরে তাঁর জন্মতিথি পালন করা হবে। এর কিছু পরেই দেশের একাধিক নামজাদা সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের পরিকল্পনা ও তত্ত্বাবধানে সূর্য তিলক পরানো হল রামলালাকে। আজ সূর্য তখন  মধ্যগগনে। মন্দিরের গর্ভগৃহের সূর্যরশ্মি। রামলালার কপাল জুড়ে  পড়ল আলোর ছটা। উজ্জ্বল হল সূর্য তিলক। বিশেষঞ্জেরা  জানালেন পুরোটাই বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের কৃতিত্ব। এক খোলা চিঠিতে বিজ্ঞানীদের একাংশ বহু আগে এ-ও জানিয়েছিলেন ভারতীয় ধর্মস্থানের নির্মাণশৈলীতে এ ধরনের নিদর্শন নতুন কিছু নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.