Header Ads

করিম গঞ্জ নির্বাচন সব দলের প্রচার তুঙ্গে

*লোকসভা ভোট প্রচারে বিজেপি ও সরিক দলের ভগ্নি মহিলা পরিষদের উদ্যোগ .....* 

*নয়াঠাহর প্রতিবেদন,বদরপুর:*  জমে উঠেছে লোকসভা ভোট দুই হাজার চব্বিশ। করিমগঞ্জ ৭ নং লোকসভার ময়দান।দেখা যাচ্ছে লোকসভার মহারণ বরাকেও জমিয়ে উঠেছে।  বরাকের তিন জেলায় দুটি লোকসভা সমষ্টিতে প্রথম দফায় ভোট হতে চলছে। হাতে আছে, আর কয়েকটি দিন।এই নির্বাচনের দিন নির্বাচন কমিশনের তালিকা ও নির্দেশ মতই প্রথম দফার ভোট হতে চলছে। ভোট প্রচার চলছে সর্বত্র প্রতিদল  আর নির্দলেও।বরাকে ভোটারদের ভোট দেওয়া দিন  সামনের ২৬ এপ্রিল। এই নিয়ে বিভিন্ন দলের ভোটের প্রচার ও ভোট ভিক্ষা চলছে সর্বত্র। সাথে সভা সমিতি চলছে নির্বাচনকে কেন্দ্র করে।
       গত ১৫এপ্রিল সোমবার,করিমগঞ্জে জেলার মালুয়া এলাকার নাহারপুর ৭নং করিমগঞ্জ -হাইলাকান্দি আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার নির্বাচনি খোলা মঞ্চে  নির্বাচনি সভার আয়োজক করেন অসম গণ পরিষদের ভগ্নি সংগঠন অসম মহিলা  পরিষদের জেলা সভানেত্রী অর্চনা দত্ত। তিনি একজন আইনজীবীও। মহিলা পরিষদের  ব‍্যবস্থাপনায় এই খোলা  প্রচার মঞ্চটি আয়োজন করা হয়েছে নাহারপুর গ্রাম এলাকায়। বিজেপির সরিক দলের মধ্য অগপ দল  এর নেতা নেত্রী সহ বিজেপি দলের নেতা কর্মীদের উপস্থিতি ছিল এই খোলা নির্বাচনি মঞ্চে ।, এই নির্বাচনি বিজেপি মঞ্চটি আয়োজক   অসম গণ পরিষদের এক ভগ্নি জেলা মহিলা সংগঠন। এই প্রচার মঞ্চ উপস্থিত ছিলেন।
করিমগঞ্জ-হাইলাকান্দি নিয়ে লোকসভা নির্বাচন ৭নং লোকসভা আসনে এবারের ও বিজেপির মনোনীত প্রার্থী  কৃপানাথ মালাহ।  শিলচরে সংরক্ষিত ১নং আসনে এবার পরিমল শুক্লবৈদ‍্য প্রার্থীকে  দল লোক সভায় প্রার্থী মনোনীত হয়েছেন।  এছাড়া  এবার প্রথম দফায় ভোট বরাকের শিলচর ও করিমগঞ্জে দুটি  নির্বাচন আসনে নির্বাচন কমিশনের তালিকা তারিখ মতে  অসমের সঙ্গে নির্বাচনের প্রথম দফার নির্বাচন। তাই শাসকগোষ্ঠী বিজেপি ও তার সরিকদল নিয়ে ভোটযুদ্ধে তৎপর। পিছিয়ে নেই বিরোধীরাও। সবাই প্রচারে ভোটযুদ্ধের  ময়দানে। সব দলেই ভোটারদের মন জয় করতে মরিয়া। সভা সমিতি আর ভোট প্রচারে জোরকদমে প্রচারে নেমে পড়ছেন বরাকের দুই আসনে সকল দলে দলীয় কর্মরা। এবারও পদ্ম ব্রিগেড  ১৮ তম সাধারণ নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যে কমর বেঁধে  জোরদার প্রচারে দলীয় কর্মীরা সক্রিয়।বরাকে  দিশেহারা কংগ্রেস সহ বিরোধী দল পযর্ন্ত এমন টা মনে করছে কেহ কেহ। কেন না বিরোধীরা এবার  জোটশক্তি এমন শক্তিশালী নয়? তবে দল  বিজেপি সহ সরিক দল অর্থাৎ এনডিএ জন সমর্থনে এগিয়ে ।  সময়ে দেখা যাবে  কোন দল জয়ের মুখ দেখবে এবার ।নির্বাচনের ভোট গণনার অপেক্ষায় থাকতে হচ্ছে। 
        গতকাল  করিমগঞ্জে ৭নং লোকসভা আসনটির ব্রিগেডের মিত্র জোট অসম গণ পরিষদ দলের ভগ্নি সংগঠণের মহিলা পরিষদের জেলার সভানেত্রী অর্চ্চণা দত্তের উদ্যোগে ও ঊনার পুরোহিতে গত ১৫ এপ্রিল,সোমবার একটি নির্বাচন সভা মালুয়া নাহারপুর এক খোলা নির্বাচনি মঞ্চে নির্বাচনি সভা  অনুষ্ঠিত হয়ে যায়। এই করিমগঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ সহ অন্যান্য  উপস্থিত নেতা ও অসম গণ মহিলা পরিষদের নেত্রীদের উপস্থিতিতে  এই নির্বাচনি সভাটি সুষ্ঠু সুন্দর ভাবেই হয়ে গিয়েছে । এই সভায় প্রচুর জনতা আগ্রহের সাথে উপস্থিত ছিল। বিজেপির প্রার্থী কৃপানাথ মালাহ সহ অন‍্য নেতা আর নেত্রীরা ছিলেন এই মঞ্চে।  মূল‍্যবান কথাগুলো শুনতে দেখাগেছে উপস্থিত জনতাকে।  বিজেপি গত দশ বছরের খতিয়ান তুলে  ধরা হয়  ঐ সভায়  উন্নয়ন,সুশাসন, বিকাশ ইত্যাদির মাপকাঠি দেখে তৃতীয়বারে নরেন্দ্র মোদী কে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান করেন সকলে।কৃপানাথ মালাহ সহ মঞ্চে থাকা নেতা-নেত্রীরা,ভোট বৈতরণী পার করতে জোরকদমে প্রচার চালাতে আহ্বান জানান বিজেপি তার সরিক দল  সহ অসম গণ পরিষদে সদস্য ও সদস্যাকে। নরেন্দ্র মোদী কে তৃতীয় বারের জন্য আবার প্রধান মন্ত্রী বানানো দরকার, উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে।  কারন এই প্রধান মন্ত্রী গরীব- দুঃখী সহ সর্বশ্রেনীর মানুষের  উন্নয়নে লেগে আছেন। তাছাড়া  রাস্তা-ঘাট,ভারতমাল্লা চার লাইনের রাস্তা ,শিক্ষা সহ বিভিন্ন  উন্নয়নের সরকার মত্ত, এই মোদী সরকার, করে দেখিয়েছেন বলেন বক্তব্যে ফুটিয়ে তুলে ধরা হয়েছে ঐ সভায় । এই সভায় উপস্থিত ছিলেন  রাখেস মালাহ,বিশু নাথ,সিদ্ধার্থ শেখর দত্ত,ভূবণ দেব লস্কর,আইনজীবি সৈয়ান হুসেন,মাশুক আহমেদ,বিপ্লব বনিক,শুভ্র কান্তি দাস পুরকায়স্থ,পার্থ মল্লিক,বাপন নমঃশুদ্র,আবুল হুসেইন,রেজাউল করিম,ফকর উদ্দিন প্রমুখ। আর মহিলা  পরিষদের উমা সুত্রধর,অপর্না দেব,রজনী হরিজন,সান বেগম প্রমুখরা এই নির্বাচনি প্রচার মঞ্চের  উপস্থিত জনতা উপস্থিত জন্য মহিলা পরিষদের তরফ থেকে সকলকে নির্বাচনে শুভেচ্ছা জানান অর্চনা দত্ত। এই নির্বাচনিসভায় প্রায় ৩৫০ জন জনতার উপস্থিতি ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.