রামমন্দির দেশের ভরসা দেশকে শক্তি শালী করেছে : প্রধানমন্ত্রী
নির্বাচন বন্ডের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
বন্ড থেকে বিরোধীরাই তো ৬৩ শতাংশ টাকা পেয়েছে। তাহলে আমাকে নিশানা কেন-
বারবার নির্বাচন হলে দেশের পক্ষে ক্ষতি হয়। তাই আমরা একসঙ্গে নির্বাচন চাইছি।
৩৭০ ধারা রদ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম করে দেখিয়েছি। প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে সরে যাব- আমাদের জন্য রামমন্দির রাজনীতি নয়, ওটা আমাদের আস্থা। রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ করলেও বিরোধীরা প্রত্যাখ্যান করেছে। সরকার আরো কঠোর হবে দুর্নীতি দমনে-
অন্য দেশকে অর্থনৈতিক ও প্রকৃতিক বিপর্যয়েও সাহায্য করেছি। করোনা কালেও সাহায্য করেছি। আমাদের দেশের কাছে প্রতিবেশী প্রথম- ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি যেমন সবার সামনে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনকে বলতে পারি এটা যুদ্ধ করার সময় নয়, তেমনি ইউক্রেনকেও সকলের সামনে বলতে পারি আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খুঁজুন।








কোন মন্তব্য নেই