অসমে মহড়া দিতে এসেছি পরে ফাইনাল এ আসবো: মমতা ব্যানার্জি
নয়া ঠাহর , শিলচর; পশ্চিম বঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি শিলচর নির্বাচনি জনসভায় শাসক বিজেপি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন বিজেপি ক্ষমতা থাকলে লোকসভায় ২০০ পার করুক। প্রধনমন্ত্রী দাবি করেছেন ৪জুন নির্বাচনের ফলাফলে বিজেপি ৪০০পার করবে। মমতা বলেন মা মাটির তৃণমূল সরকার দরকার হলে করিমগঞ্জ শিলচর একটা করে গাবা ছেড়ে দেবো। মুখ্য মন্ত্রী বলেন সাংসদ হওয়ার আগেই সুস্মিতা দেব কে রাজ্য সভায় পাঠিয়েছি। প্রধানমন্ত্রী তাঁর গ্যারেন্টি শুধূ মিথ্যার ফুলঝুরি ছাড়া কিছুই নয়। অসমের চাবাগানের গরীব শ্রমিক দের মাটি দেয় নি তৃণমূল সরকার দিয়েছে। বরাক আসতে দেখলাম দুচার টি দোকান ছাড়া বিজেপি কারখানা আর কিছুই নেই। ধূ ধু মাঠ। মুখ্য মন্ত্রী অঙ্গীকার করেন তাঁরা বেঁচে থাকতে নাগরিকত্ত সংশোধনী আইন ,জাতীয় নাগরিক পঞ্জী হতে দেবনা। মুখ্যমন্ত্রী বরাকের
নিজস্ব সমস্যা নিয়ে আলোকপাত করেননি। সাংসদ সুস্মিতা দেব, দলের সভাপতি রিপুণ বরা প্রমুখ উপস্থিত ছিলেন। মূখ্য মন্ত্রী বলেন ইন্ডিয়া কে পথ দেখাচ্ছে তৃণমূল। বিজেপি শুধুই দাঙ্গা উস্কানি দিচ্ছে।








কোন মন্তব্য নেই