Header Ads

আজ দক্ষিণ বঙ্গে ৪৫ ডিগ্রি ! সতর্কতা আবহাওয়া দপ্তরের

নয়া ঠাহর , কান্দি জেল রোড , কোলকাতা: গত কয়েকদিন তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গের মানুষের। অসুস্থ হয়ে পড়া, জ্ঞান হারানোর এমনকি মৃত্যু র ঘটনা ঘটছে। শনিবার আলিপুর আবহওয়া দপ্তর মারাত্মক  উদ্বেগ প্রকাশ করে বলেছে কলকাতায় ৪২ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।কয়েকদিন ধরে চলবে। আবহাওয়া দপ্তরের আঞ্চলিক প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন আরও তিনদিন গা জ্বালানো গরম থাকবে।। পানা গড়ে ৪৫ডিগ্রি পার হয়ে গেছে। বাঁকুড়া,৪৪, ৬ডিগ্রি মেদিনীপুর ৪৪, ৫ডিগ্রি,আসানসোল৪৩, ৬ডিগ্রি পুরুলিয়া ৪৩, ৩ডিগ্রি রাজ্যে তাপ প্রবাহ চলছে। স্বাভাবিকের  চেয়ে বেশি তাপমাত্রা। এপ্রিল মাসে গত ৫০বছরে এত তাপমাত্র বৃদ্ধি পায়নি।  উত্তর পূর্বের রাজধানী গুয়াহাটি ও কম যায়না আজকের তাপমাত্রা ,৪০ ডিগ্রি কাছাকাছি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.