Header Ads

মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রচার অভিযান

নগাঁওতে মূখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার সভা:
সুনীল রায় নগাঁও ১৯ এপ্রিল:- নগাঁও শহরের সমীপবর্তী ভোটাইগাঁত্তের খেলার মাঠে আজ দুপুরে একটি বিশাল নির্বাচনী প্রচার জনসভাতে উপস্থিত হয়ে মূখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মায় দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে লাগা লোকসমা নির্বাচনে ৯ নং নগাঁও সংসদীয় কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন মিত্র জোটের প্রার্থী সুরেশ বরার হয়ে নির্বাচনী প্রচার চালায়। হাজার হাজার লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভাটিতে মূখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মায় ভাষন প্রদান করে পদুম ফুলের চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র মোদী কে পুণর প্রধান মন্ত্রী করতে জনগণকে আহ্বান জানান। তিনি আরও বলেন যে বড়ো,কার্বি, আদিবাসী,ডিমাছা এবং আলফার সাথে শান্তি চুক্তি করার পর আসামে শান্তিঘুরে এসেছে। এখোন কেবল আসামে উন্নয়ন এবং বিকাশের বাতাবরন গঢ়ে উঠেছে।ভাষন প্রদান করে মূখ্যমন্ত্রী ড:শর্মায় আরও বলেন যে - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় অসমীয়া গামছা নিয়ে থাকার পর কাজিরঙাতে রাত্র থাকা প্রর্য্যন্ত কেবল এবং একমাত্র নরেন্দ্র মোদীয়ে করে। আমার সরকারে মহাপুরুষ শ্রীমন্ত শ়ংকরদেবের পবিত্র জন্মস্থান বরদোযা থানকে নতুন করে নির্মাণ করা হয়েছে, ইতিমধ্যে এক লাখ সরকারী চাকরী দেওয়া হয়েছে, এইবার নির্বাচনের পর আবার ৫০ হাজার বেকার কে চাকুরী দেওয়ার ব্যবস্থা গ্ৰহণ করা হবে বলে মূখ্যমন্ত্রী ড:হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করে। নির্বাচনী প্রচার সভাটিতে নগাঁত্তের বিধায়ক রূপক শর্মা, বিজেপির প্রার্থী সুরেশ বরা, বিজেপির জেলা সভাপতি অভিজিত কুমার নাথ উপস্থিত থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.