Header Ads

কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি ব্যবহার করেছে দাবী মমতার

অমল গুপ্ত, কোলকাতা , গুয়াহাটি: প্রথম দফায় দেশের ২১ টি রাজ্যে লোকসভার ভোট হল প্রায় শান্তি পূর্ণ , দুর্ভাগ্য তৃণমূল রাজ্য পশ্চিম বঙ্গ এবং মনিপুর হিংসা আতংক র ভোট হল শান্তি পূর্ণ হলনা। আবার পশ্চিম বঙ্গে ৯২০ কেন্দ্রীয় বাহিনীকে  ঠিক মত ব্যবহার করা হলনা  বলে অভিযোগ উঠল। সমন্বয় এর অভাব ছিল। মূখ্য মন্ত্রী অভিযোগ রাজ্য পুলিশ কে কমিশন ব্যবহারকরে নি। মুখ্য নির্বাচনি অফিসার আরিজ আফতার বলেছেন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তি পূর্ন ভোট হয়েছে বঙ্গে। তিনটি লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার ভোট পড়েছে যথাক্রমে ৭৯, ৩৩শতাংশ,৭৭,৭৩ শতাংশএবং৭৫'৫৪ শতাংশ ভোট পড়েছে। মনিপুরে ব্যাপক গোলা গুলি বুথ দখলের অভিযোগে  এসেছে ,ত্রিপুরা থেকে ভোট লুটের অভিযোগ করেছে কংগ্রেস। অসমের তিনটি কেন্দ্র   dibrugar ৭৬  শতাংশ ভোট পড়েছে Jorhat ৭৫শতাংশ ভোট পড়েছে  বিধায়ক প্রশান্ত ফুকন দাবী করেন  অধিকাংশ ভোট সর্বনন্দ সনয়াল অনুকূলে যাবে। অসমে ৫টি কেন্দ্রে গড়ে ৭৫, ৯৫শতাংশ ভোট পড়েছে। মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বরাকে তিনটি জনসভা ভাষণ দেবেন। এই ভোট পর্বের মাঝে গেরুয়া হল ডি ডি নিউজ রাষ্ট্রায়ত্ত সংস্থা গণমাধ্যম দূরদর্শন হিন্দি খবরের চ্যানেল এর লোগো ঘন লাল থেকে গেরুয়া রং করা হয়েছে। বলে অভিযোগ। dibrugarh  কেন্দ্র রায়জর দলের প্রার্থী  লুরীন জ্যতি গগৈ  ই ভি এম বক্স  পাল্টা নোর অভিযোগ করে নতুন করে নির্বাচনে দাবি তুলেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.