Header Ads

মিশ্র সংস্কৃতির ধারা বজায় রাখতে হবে বামপন্থীদের

মিশ্র সংস্কৃতির ধারা বজায় রাখতে হবে বামপন্থীদেরই 
কলকাতা ১৬ এপ্রিল সাম্প্রদায়িকতার আঁচে যখন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী একজোট হয়ে ঘৃতাহুতি দিচ্ছেন তখন এরাজ্যে উভয় সম্প্রদায়ের মধ্যে অটুট বিশ্বাসের ভিতকে রক্ষা করতে হবে বামপন্থীদের‌। মঙ্গলবার এই কথা বলেছেন সিপিআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম।
গত ২দিন ধরে রামনবমীর দিন বিজেপি দাঙ্গা করবে বলে উসকানি দিয়ে আসছিলেন মমতা ব্যানার্জি। এদিন রাজ্যে নির্বাচনী প্রচারে এসে মাত্রাছাড়া ভাষায় সাম্প্রদায়িক মেরুকরণের লক্ষ্যে বক্তব্য রেখে যান প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে এদিন মহম্মদ সেলিম বলেন উংসব পালন হোক। কিন্তু এরাজ্যে উভয় সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসের ভিত যেন অটুট থাকে। রাজ্যর মিশ্র সংস্কৃতির ধারার ঐতিহাকে যেন কেউ আঘাত করতে যাতে না পারে তা দেখার দায়িত্ব বামপন্থীদের। প্রয়োজন হলে রাস্তায় মাঠে ময়দানে সতর্ক পাহারায় থাকতে হবে বামপন্থীদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.