Header Ads

দেশে নিয়ন্ত্রণ হীন বড় বড় ভবন তৈরি হচ্ছে ভুগ্রভের সব জল তুলে নেওয়া হচ্ছে দেশ বাঁচবে কি?

অমল গুপ্ত কান্দি জেল রোড মুর্শিদাবাদ: দেশে  নির্বাচনের পর্ব  চলছে  ।নীতিহীন, দূর্নীতি পরায়ন  রাজনীতির দল গুলি ৫ বছরের জন্যে ক্ষমতায় এসে দেশকে লুটে  খাবে ।আরব্যাক্তি গত মুনাফা বাড়িয়ে  চলবে।দেশের জল জঙ্গল নদনদী সবুজ পাহাড় সব       লুট  হয়ে  যায় জেনেও টা রক্ষা বিন্দু মাত্র চেষ্টা করেনা।জল সংরক্ষণ নিয়ে দলের ইস্থাহার এক লাইন লেখা হয়না। দক্ষিণ ভারতে নির্বাচনের সময় পানীয় জল নিয়ে  মারা মারি শুরু হয়েছে।এপ্রিল ,মে, জুন দেশে  তাপ প্রবাহ চলছে।  সঙ্গে নির্বাচনের দামামা বাজছে। পরিবেশ   সংরক্ষণ জল সংরক্ষণ নিয়ে কোনো দলের ভাবনা নেই। দেশের অধিকাংশ রাজ্যে জল কষ্ট চলছে।বিজেপি  ,কংগ্রেস ,তৃণমূল সব দল নির্বাচন ইস্থাহার প্রকাশ করেছে জল সংরক্ষণ নিয়ে স্পষ্ট বার্তা দেয় নি। প্লাস্টিক মুক্ত ভারতের কথা বিজেপি আর বলেনা। কারণ দেশের  কর্পোরেট হাউস এর বড়বড় ব্যাবসায়ী র প্লাস্টিক কারখানা মালিক। আবহ দফতর  পূর্বা ভাস  দিয়েছে ভোটের দিন রাজ্যে তাপমাত্রা ৪৫,, ডিগ্রী  ছাড়িয়ে যাবে। দেশের মধ্যে কোলকাতা একমাত্র নগর যেখানে বাড়ি তৈরি নিয়ম নীতি মেনে হয়না। বার বার বেইয়ানি ভাবে নির্মাণ করা ভবন গুলি ধসে পড়ে।   সবথেকে বেশি মাটির নিচের জল তুলে নেওয়া হয়।








1

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.