Header Ads

বিশিষ্ট সমাজ কর্মী সমীর রায় মারা গেছেন

হয়বরগাঁও২নং ওযার্ডের বিশিষ্ট সমাজ কর্মী ধর্মপ্রাণ ব্যক্তির মৃত্যু। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান প্রতিষ্টানে শোক।
সুনীল রায় নগাঁও ১৫ এপ্রিল :-নগাঁও শহরের হয়বরগাঁও অঞ্চলের ২ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ কর্মী তথা ধর্মপ্রাণ ব্যক্তি সমীর রায় (৬৬) হৃদ রোগে আক্রান্ত হয়ে ১২ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য যে গত ১১এপ্রিল রাত্র১২টার সময়েহঠাৎ হৃদ রোগে আক্রান্ত হয়।সাথে সাথে নগাঁও মেডিকেল কলেজে চিকিৎসাধীন করা অবস্থাতে ১২এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায়ত রায় স্বামী স্বরূপান্দের পরম ভক্ত ছিলেন। হয়বরগাঁও অখন্ড মন্ডলীর কার্য্যকারী সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান প্রতিষ্টানের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে হয়বরগাঁও অঞ্চলে শোকের ছায়া পরে।তার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে জ্যেষ্ট বিজেপি নেতা তথা প্রাক্তন কমিশনার অনুপ কুমার সাহা বর্তমানের পৌর কমিশনার বুলবুলি সাহা,সারা আসাম বাঙালি পরিষদের মূখ্য উপদেষ্টা চিত্ত পাল সিটুর শ্রমিক নেতা মধু মন্ডল প্রয়াত রায়কে‌শেষ শ্রদ্ধা জানান। এবং শোক সন্তপ্ত পরিযাল বগকে সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুর সময়ে স্ত্রী,এক পুত্র,এক মেয়ে ছাড়াও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.