পশ্চিম বঙ্গে মূল্যবৃদ্ধি র হার দেশের থেকে অনেক কম
*দেশের মধ্যে মূল্যবৃদ্ধির হার (Inflation Rate) বাংলায় অন্যতম কম*
সারা দেশের মানুষের মূল্যবৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছে।
তার মধ্যেও বাংলায় মূল্যবৃদ্ধি দেশের মধ্যে অন্যতম কম। রাজ্য সরকারের প্রচেষ্টার ফসল।
সেখানে বিজেপি শাসিত অসম, উত্তর প্রদেশ, হরিয়ানা ও জোট সঙ্গী উড়িষ্যার হাল সব থেকে খারাপ।
ভাবুন, এই কঠিন সময় দিদির বাংলায় অন্তত গরীব মধ্যবিত্ত শ্রেণী অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারছে। বিজেপি এলে জীবন হয়ে উঠবে দুর্বিষহ।
https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q








কোন মন্তব্য নেই