দিল্লিআই আই টি র কৃতি শ্রী অ লোক সাগর আজ এক গরীব বস্তি বাসী আদিবাসী দের সেবায় আত্ম নিয়োগ করেছেন
*প্রাচীন ভারতের মুনি ঋষির পরম্পরা দুর্বল হয়ে গেলেও, মরে যায়নি! তাই আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তেমনই এক ঋষি সদৃশ ব্যক্তির সাথে।*
*মুখে দাড়ি গোঁফের জঙ্গল, মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শীর্ণ শরীর কিন্তু চোখে তীক্ষ্ণ চাহনি আর ঠোঁটে স্মিত হাসি নিয়ে হতদরিদ্রের মত যে মানুষটিকে দেখছেন, তিনি হলেন শ্রী অলোক সাগর। কোনও রকম স্বীকৃতি বা প্রচারের আলোয় থাকতে চান না বলে যিনি পদ্ম পুরস্কারও প্রত্যাখ্যান করেছেন।*
*কে এই অলোক সাগর ? IIT দিল্লী থেকে ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি, হিউস্টন থেকে পি.এইচ.ডি, টেক্সাস থেকে পোস্ট ডক্টরেট, প্রাক্তন RBI গভর্নর রঘুরাম রাজনের অধ্যাপক। গত ৩২ বছর ধরে যে কোনো ধরনের লোভকে পাশ কাটিয়ে মধ্যপ্রদেশের বেতুল জেলায় আদিবাসীদের মধ্যে বসবাস করে তাদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত উন্নতি এবং তাদের অধিকারের জন্য লড়াই করছেন যিনি.... তিনিই হলেন শ্রী অলোক সাগর !*
*ব্যক্তিগত জীবনে, দিল্লিতে কোটি টাকার সম্পত্তির মালিক, শ্রী সাগরের মা দিল্লির মিরান্ডা হাউসে পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং বাবা ছিলেন একজন ভারতীয় রাজস্ব পরিষেবা দপ্তরের অফিসার। ছোট ভাই এখনও আইআইটি-তে অধ্যাপক। আদিবাসীদের উন্নতির জন্য নিবেদিত প্রাণ এই মানুষটি তাঁর সর্বস্ব ত্যাগ করে আদিবাসীদের সাথে সরল জীবনযাপন করার জন্য থাকেন এই বাঁশ-পাতা দিয়ে তৈরী কুঁড়েঘরে...পরার জন্য তাঁর আছে তিন জোড়া জামা, যাতায়াতের জন্য আছে একটি সাইকেল - যাতে প্রকৃতির ক্ষতি না হয়। ব্যস... এই তাঁর এখনকার সম্পত্তি।*
*বহু ভাষাভাষী শ্রী সাগর আদিবাসীদের সাথে তাদের ভাষায় যোগাযোগ করেন… তাদের পড়তে-লিখতে শেখানোর পাশাপাশি তিনি তাদের আশেপাশের বনাঞ্চলে লাখ লাখ ফলের গাছ লাগিয়েছেন… লেখাপড়া শিখিয়ে তাদের উপযুক্ত করে ও ফলের গাছ লাগিয়ে আদিবাসীদের মধ্যে দারিদ্র্য সাথে লড়াইয়ের আশা জাগিয়ে তুলেছেন।*
*প্রাচীনকালে মুনি ঋষিরা পৃথিবীর সকলের কল্যাণের জন্য যেমন সর্বস্ব ত্যাগ করে কঠোর তপস্যায় নিমজ্জিত হতেন, শ্রী অলোক সাগরও আজকের দিনে নিজের বিলাসবহুল জীবন ত্যাগ করে, অবহেলিত আদিবাসীদের সার্বিক কল্যাণের জন্য কঠোর পরিশ্রমে নিজেকে সঁপে দিয়েছেন।*
*এরকম কয়েকজন মানুষরূপী ঈশ্বরই পারেন আবার ভারতের সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনতে।*
*এই তথ্যটি অনেকের কাছে অনুপ্রেরণা হতে পারে। এই মনে করেই তথ্যটি প্রচার করলাম।* ******************************* *সংগ্রহ : কারু ও চারু শিল্পী সানন্দা মল্লিক, হাতিবাগান,কলকাতা।*








কোন মন্তব্য নেই