অসমে সরকারি অবহেলার ফলে Minteswar আলী লস্কর- এবং স্বপন ভট্টাচার্য দুই পেপার মিল শ্রমিক মারা গেলেন
নয়া ঠাহর গুয়াহাটি:কলকাতা; HPC paper মিলে মৃত্যু মিছিল চলেছে, আবার মৃত্যু বেতনের অভাবে উপযুক্ত চিকিৎসার অভাবে মারা গেলেন দুই শ্রমিক। অসম সরকারের তথাকথিত package শ্রমিকদের জীবন যাপন হচ্ছিল না ।পেপার মিল দুটি শ্রমিক সংগঠনের নেতা Man abendra চক্রবর্তী অভিযোগ করেন 120 জন মারা গেল। 85 মাস বেতন দেওয়া হয়নি। এক চালু কোম্পানি কে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হল এখন কোটি কোটি টাকা পেপার বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। বরাক উপত্যকার একমাত্র শিল্প ছিল তা বিজেপি সরকারের নীতি হীন তা ফলে মৃত্যু হল। ফ্যাক্টরি কাঁচা মাল সব ধংস হয়ে গেল। Manbendra chakrabarty সারা দেশের দৃষ্টি আকর্ষণ করে মৃত্যু মুখে থাকা শ্রমিকদের বাঁচাতে কাতর আহবান জানান।








কোন মন্তব্য নেই