দাবানলে জ্বলছে চিলি
দাবানলে জ্বলছে চিলি মৃত অন্তত ৫১
Moumita Das
মধ্য চিলির শান্ত সৈকত শহর ভিনা দেল মার। এখানে বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যালের সময় ছাড়াও সারা বছরই পর্যটকের আনাগোনা লেগে থাকে। সম্প্রতি চিলির সেই শান্ত শহর জ্বলছে দাবানলে।
গত দুদিন ধরে দাবানল ছড়িয়েছে মধ্য চিলির ভালপারেইসো এলাকায়। সেই আগুন সর্বগ্ৰাসীর মতো ছড়িয়ে পড়ছে আশপাশের শহরগুলিতে। ইতিমধ্যে পুড়ে মৃত্যু হয়েছে ৫১ জনের। দেশের অভ্যন্তরীণ মন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ৫টি দগ্ধ দেহ উদ্ধারের পরেই বুঝেছিলাম আসলে সংখ্যাটা অনেক বেশি। এবার তা হু হু করে বাড়তে চলেছে।
চিলিতে দাবানোর নতুন কিছু নয়। ২০১৭ থেকে প্রায় প্রতি বছরই গরমের সময় কোথাও না কোথাও দাবানন লাগে। গত বছর দাবানলের মৃত্যু হয়েছিল 27 জনের। প্রায় ৪ লক্ষ হেক্টর জমি পুড়ে খাক হয়ে গিয়েছিল। এবছর এখনও পর্যন্ত ৪৩ হাজার হেক্টর জমিতে আগুন লেগেছে। কিন্তু এবার দাবানোর ছড়াচ্ছে অনেক দ্রুত গতিতে। মাত্র দু'দিনে ৩০ হাজার হেক্টর থেকে ৪৩ হাজার হেক্টর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে। ফলে ভয়াবহতা গত বছরের তুলনায় অনেক বেশি বলে আশংকা করেছে প্রশাসন।
শুক্রবার ভিনা দেল মারের বাড়িতে বসে টিভিতে দাবানলের খবর শুনছিলেন রডরিগো পুলগার। হঠাৎ খেয়াল করলেন আগুন এসে পড়েছে তার আশেপাশের বাড়িতেও। আগুন থেকে বাঁচতে কাঠের ছাদে জল ছড়াতে শুরু করেন তিনি। তাতে নিজের বাড়িতে রক্ষা পেলেও সকলে তার মতো সৌভাগ্যবান নন। পুলগার জানান এলাকায় প্রায় ১৩ হাজার প্রতিবেশী দাবানলে জেরে ছাদ হারিয়েছেন। পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু বাড়ি।








কোন মন্তব্য নেই