Header Ads

আধার কার্ড এর অজুহাতে বাঙালি দের হেনস্থা.

*বায়োমেট্রিকর নামে বাঙালিদের আধার কার্ড  আটক আসামে ঃ বাঙালি নবনির্মান সেনার* 


 *সুরজিৎ দাস,পাঁচগ্রাম:* 
বায়োমেট্রিকের নামে অসমে ২৭ লাখ বাঙ্গালীদের আঁধার কার্ড আটকে রাখার বিরুদ্ধে এবং বাঙ্গালিদের নিঃশর্ত নাগরিকত্ব প্রধানের দাবিতে ৭ ঘণ্টা ধর্মঘটে নামে বাঙ্গালী নব নির্মাণ সেনা!

বর্তমান সরকারের কাছে বাঙালিসহ অসমের সকল জাতি গোষ্ঠী সম্প্রদায়ের বঞ্চিত এবং ভূক্তভোগী নাগরিকদের সুষ্ঠ ভাবে সকল প্রকার নাগরিক অধিকার প্রধানের পাশাপাশি আঁধার কার্ডসহ বিভিন্ন ধরণের সরকারী সুযোগ সুবিধা প্রধানেরও আর্জি জানান সমাজ কর্মী মুন্নী ছেত্রী!

দীর্ঘদিন থেকে অসমে এনআরসি এবং বায়োমেট্রিকের নামে বাঙ্গালীদের তীব্র হেনস্থা করা হচ্ছে!

কৌশল করে ধীরে ধীরে বাঙালিদের আঁধার কার্ডের সমস্যা ধরিয়ে বিভিন্ন ধরণের সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি সুষ্ঠ নাগরিকত্ব হননেরও ঘৃণ্য ষড়যন্ত্রকারী প্রক্রিয়া চালাতে উঠে পড়েছে বর্তমান অসম সরকারের কিছু জাতি বিদ্বেষী মনোভাবাপন্ন নেতৃবর্গ!

বার বার বাঙ্গালী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা এবং দাবীদাবার কথা সরকারকে জানিয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ বাঙালি নব নির্মাণ সেনার!

বর্তমান সরকার এনআরসির নামে বরাক উপত্যকার এক বড় মাপের হিন্দু বাঙালিদের হেনস্থা করছে বলেও অভিযোগ বাঙালি নব নির্মাণ সেনার!

হিন্দু বাঙালিদের সুরক্ষা প্রধানের নামে বর্তমান সরকার বার বার ভূয়ো প্রতিশ্রুতি দিয়েও আঁধার কার্ড.ডি ভোটারের নামে আজও হিন্দু বাঙালিদের তীব্র হেনস্থা করা হচ্ছে!

উল্লেখ্য বায়োমেট্রিকের নামে আটকে রাখা অসমের ২৭ লক্ষ বাঙালিদের আঁধার কার্ড সুষ্ঠ ভাবে চালু করার দাবিতে আজ করিমগঞ্জে ফের ধর্নায় বসে বাঙালি নব নির্মাণ সেনা!

তৎসঙ্গে বাঙালিদের নিঃশর্ত ভূমি ক্রয়ের অধিকারসহ নাগরিকত্ব প্রধানের দাবিও উত্থাপন করা হয় এদিনের ধর্মঘটে!

আজ সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এই ধর্না কার্যসূচী অনুষ্ঠিত হয়!

দাবী পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে বার বার বাঙালিদের ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে বিভিন্ন ভাবে এই আন্দোলন চলবে বলেও এদিন সাফ জানান বাঙালি নব নির্মাণ সেনার কার্যকর্তারা!!

এদিন ধর্না কার্যসূচীতে উপস্থিত ছিলেন...বাঙালি নব নির্মাণ সেনার সর্বভারতীয় সভাপতি প্রিতম দেব,রাজদ্বীপ ভট্টাচার্য শিলচর জেনারেল সেক্রেটারি, দেবাশীষ ঘোষ করিমগঞ্জ ডিস্টিক জেনারেল সেক্রেটারি,অভিজিৎ দেব, কৌশিক চক্রবর্তী, দেবাশীষ ঘোষ শিলচর,অভিজিৎ পাল, দেবাশীষ রয় (রনি) মধুমিতা দাস,আকাশ রয়সহ সংগঠনের বিভিন্ন দায়ীত্বে থাকা কর্মকর্তা এবং ধর্না সমর্থনে এগিয়ে আসা সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.