Header Ads

রাজ্যের 11 টি রেল স্টেশন উন্নতি করবে

রাজ্যে ১১টি রেল ওয়ের ষ্টেশনের মধ্য নগাঁও শহরের হয়বরগাঁও রেল ষ্টেসন টিপূর্ণ বিকাশের আঁধার শিলা প্রাক্তন রেল মন্ত্রী রাজেন গোঁহাইর।
সুনীল রায় নগাঁও ২৬ফেব্রুযারী:- আজ রাজ্যে ১১টি রেল ষ্টেশন কে বন্দেভারত রেল ষ্টেসন করার জন্য প্রস্তুতি হতে নিয়েছিল।সেই উপলক্ষে আজ ঠিক একেই সময়ে রাজ্যের সাথে নগাঁও হয়বরগাঁও রেল ষ্টেশন টি পূর্ণ বিকাশের জন্য আঁধার শিলা স্থাপন করেন প্রাক্তনকেন্দ্রীয় রেল রাজ্যমন্ত্রী রাজেন গোঁহাই উদ্ধোধনী ভাষন প্রসঙ্গে বলেন যে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন যে প্রধান মন্ত্রী মোদী ভারতবর্ষের প্রতিটি রাজ্যের সাথে রাজ্যের যোগা যোগ ব্যবস্থা অধিক শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা আজ ব্যস্তবে পরিনত করলো।আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন বৈদ্যতিক ট্রেন চালানোর জন্য বৈদ্যতিক লাইনের সাথে ট্রেনের ডবল লাইন করার কাজ রাজ্যে আরম্ভ হয়েছিল সেই কাজ আজ আপার আসামের দিকে গিয়েছে।তাতে আজ রেল যাত্রীদের অনেক সুবিধা হয়েছে।ভারত বর্ষে বহু বিভাগ আছে তার মধ্যে সবচেয়ে বড় বিভাগ হলো রেল বিভাগ।এই বিভাগের সকলো কর্মচারী কাজে পরিদর্শীতা আছে। কিন্তু হয়বরগাঁও রেল ষ্টেশনটিকে এই ভাবে উন্নত না করে তিনি নগাঁও রেল ষ্টেশনটিকে উন্নত করলে ভাল হতো তার কারন বুজিয়ে বলেন যে নগাঁও রেল ষ্টেশন টি হতেজখলাবন্ধা, শিলঘাট রেল চলাচল করে মাত্র এই ষ্টেসনটি হতে মাত্র দুটি ট্রেন দূরপাল্লা চলছে ।ষ্টেসনটি উন্নত হয়‌নাই তিনি আক্ষেপ করে বলেন যে আসামে কোনো বৃহত উদ্যোগ নাই।পর্য্যটকের স্থান হলো জখলাবন্ধা রেল ষ্টেশন এইজখলাবন্ধা হতে মাত্র সাত মিনিটের রাস্তা কাজিরঙা এই কাজিরঙাতে প্রতি বছরে হাজার হাজার প্রর্যটক আসে এক শিঙা গন্ডার,ছাড়াও বিভিন্ন জন্ত জানোয়ার দেখার জন্য এখানে আসে।এই পর্যটকদের জন্য এই নগাঁও রেল ষ্টেশন টিকে উন্নত করার প্রযোজন আছে বলে উল্লেখ করেন। হয়বরগাঁও রেল ষ্টেশন টি অধুনিককরন দেখে আবেগিক হয়ে তিনি বলেন এই অঞ্চলটি জানজটের বহু সমাস্যা আছে এই ধরনের কটু মন্তব্য করে ভাষন প্রদান করেন।এই সভাতে নগাঁও পৌরসভার সভানেত্রী অম্বিকা মজুমদার তার ভাষনে বলেন যে শুধু ঘর বানালেই হবে না তাকে সুন্দর ভাবে রাখার দায়িত্ব জনগণের। অপরিস্কার রাখলে কোনো লাভ নাই।আমি পৌরসভার মানুষ পৌরসভার কাজ হলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা।রেল ষ্টেশন টিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানান। উল্লেখ্য যে এই রেলষ্টেশনটি পৃর্ন নির্মানের কাজ আরম্ভ হ ওয়ার আগে রেল ষ্টেশনটির আশে পাশে বহু বাড়ী ঘর সাথে ক্ষুদ্র ব্যবসায়ীরা রেলের মাটিতে ব্যবসায় চালিয়ে দৈনন্দিন পরিয়ালের ভরন পোষণ দিত তা বন্ধহযে যায়।রেল পূর্ণ নির্মাণ হলে খালি থাকা মাটিতে তাদের ক্ষুদ্র ব্যবসা চালানোর সুবিধা করে দেওয়ার জন্য আহ্বান জানান।এই ছাড়াও এই অঞ্চলের জ্যেষ্ট বিজেপি নেতা তথা সমাজকর্মী লেবু দাসে রেলষ্টেশনের উল্টাদিকে প্রনবনগর রবীন্দ্রপল্লী শাস্ত্রীনগর এই সকল অঞ্চলে প্রায় ২০ হাজার বাঙালী জনগনের বসবাস তাদের একটি মাত্র যাতাযতের রাস্তা হলো জুরীয়া বলিকটীয়া গড়কাপ্তানী সড়ক এই সড়ক টি বন্ধ করে দেওয়াতে জনগনের যাতাযতের আনেক অসুবিধা হচ্ছে বহুদূর ঘুরে আসতে হয় এই সমস্যা সমাধানের জন্য সমাজকর্মী লবুদাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দলে প্রাক্তনরেল রাজ্যমন্ত্রী রাজেন গোঁহাই কে সাক্ষাৎ করে একটি স্মারক পত্র দেন।এই সভাতে রেল বিভাগের ডি আর এম জিতেন্দ সিং ছাড়াও রেলের জেনারেল মেনেজার, রেল বিভাগের বিষয়া কর্মচারী উপস্থিত থাকতে দেখা গেল। উল্লেখ্য যে রেল বিভাগের তরফ হতে গত কয়েকদিন আগে হয়বরগাঁও অঞ্চলে থাকা হাইস্কুল গুলিতে ছাত্র ছাত্রী দের মধ্যে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ।সেই প্রতিযোগিতাতে বিজয়ীদের আজ রেল বিভাগ হতে একএকটি মানপত্র পুরস্কার দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.