অসমে মরণ রোগ এইডস বেড়েই চলেছে
নয়া ঠাহর গুয়াহাটি :অসমে মরণ রোগ বেড়েই চলছে ।স্বাস্থ্য মন্ত্রী কেশব mahanta বিধানসভায় জানান রাজ্যে 89 লাখ 513 জন কে পরীক্ষা করে 5 হাজার 791 জন কে এইডস আক্রান্ত বলে প্রমাণিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী জানান ট্রাক চালক দের মধ্যে বেশি এই রোগ দ্রুত বাড়ছে। যৌন রোগ ছাড়াও injecting drugs এর জন্যে বেশি হচ্ছে।








কোন মন্তব্য নেই