Header Ads

অসমের মণিপুরী ভাষার সমস্যা নিয়ে সাংসদ কৃপা নাথ এর সাহায্য প্রার্থনা

  নয়া  ঠাহর :সংবাদ  দাতা 
অসমের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা ২০১২ সালে অসমে অবিসি হিসেবে স্বীকৃতি পান। (তারিখ ও notification number চিঠিতে আছে) সেই পরিপ্রেক্ষিতে ২০১৩ সনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে কেন্দ্রে অন্তর্ভুক্তির জন্য রাজ্য সরকার আবেদন জানান। (চিঠি নং আছে) তার উত্তরে কেন্দ্রের NCBC থেকে ABC কমিশনের কাছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের Economic Survey র জন্য একটি নির্দেশ পাঠান। (চিঠি নং আছে) সেইমর্মে ২০২১ সনে ABC কমিশন একটি সার্ভে রিপোর্ট কেন্দ্রে পাঠান। (চিঠি আছে) কিন্তু আজ পর্যন্ত তার কোনো সমাধান হয় নি। ফলে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী অথবা যুবক-যুবতীদের পড়াশুনা অথবা চাকরীর ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সন্মুখীন হতে হয়। জলন্ত বিষয়টি নিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী উন্নয়ন পরিষদের উপাধ্যক্ষ সমরজিৎ সিংহ করিমগঞ্জ লোকসভা সমষ্টির সাংসদ কৃপানাথ মাল্লাহর সাহায্য চান। গত ৮-২-২০২৪ সাংসদ ও পরিষদের উপাধ্যক্ষ দিল্লীতে বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিককে বিষয়টি নিয়ে সাক্ষাত করেন ও শীঘ্রে সমাধানের জন্য অনুরোধ করেন। নির্বাচনের প্রাক-মুহুর্তে সম্প্রদায়গত জলন্ত বিষয়টি সরকারের কাছে যে বিশেষ গুরুত্ব পাবে তা নিয়ে তা নিয়ে সাংসদ ও উপাধ্যক্ষ আশাবাদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.