Header Ads

অভিনেতা তথা সাংসদ দেব সাংসদ পদে ইস্তফা দেবেন? শেষ ভাষণ দিলেন সংসদে

নয়া  ঠাহর  কলকাতা:তৃণমূল  সাংসদ   তথা   অভিনেতা  দেব  গতকাল  সংসদে  শেষ আবেগী  ভাষণ  দিয়ে  এই ঘোষণা  করে বলেন   তার  কেন্দ্র  ঘাটাল  যেন  তার  হৃদয়ে আছে  ঘাটাল  মাস্টার  প্ল্যান  টাকা  বরাদ্দের  দাবী জানিয়ে বলেন গত 10 বছর  কেন্দ্র   টাকা  দেয় নি। মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়  এর প্রতি   কৃতজ্ঞতা  প্রকাশ  করেন। । প্রসঙ্গত  মেদিনীপুরে  ঘাটাল  বন্যা  বিধ্বংস এলাকা  প্রতি বছর  বন্যা  দেখা দেয়।  কেন্দ্রীয়  সরকার  কিন্তু মাস্টার  প্ল্যান  অর্থ  বরাদ্দ  করে না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.