বিজেপি চাপে পড়েই নীতীশ এর দল ত্যাগ
জআতগণনআর চাপেই ইন্ডিয়া ত্যাগ রাহুল-তিরে নীতীশ
নীতীশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যাওয়ায় বিরোধী শিবিরে ভাঙন নিয়ে প্রচারের সুযোগ পেয়ে গিয়েছে বিজেপি। নীতীশ ইন্ডিয়া-র সঙ্গ ছেড়ে বিজেপির হাত ধরার জন্য জেডিইউ রাহুল গান্ধীর দিকেই আঙুল তুলেছেন। রাহুল গান্ধী আজ নীতীশের ইন্ডিয়া-ত্যাগ নিয়ে প্রথম বার মুখ খুললেন।
নীতীশ কুমারের রাজ্যে দাঁড়িয়েই তাঁকে নিশানা করলেন রাহুল। বার বার মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ফের অন্য দলের সঙ্গে হাত মিলিয়ে নতুন করে নীতীশের শপথ নেওয়া নিয়ে রসিকতা করলেন। বিহারের পূর্ণিয়ায় ভারত জোড়ো ন্যায় যাত্রার জনসভা করে বিহারের মুখ্যমন্ত্রীকে নিয়ে চুটকি শোনালেন। নীতীশ জোট ছাড়ার আগে পূর্ণয়ায় এই জনসভায় নীতীশকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। আজ রাহুলের অভিযোগ সামান্য চাপ পড়তেই নীতীশ ইউ-টার্ন করে ফেলেছেন। কারণ তাঁর উপরে কংগ্রেস-আরজেডি বিহারে জাতগণনার জন্য চাপ তৈরি করেছিল। যার পরে গোটা দেশেই বিরোধীরা জাতগণনার দাবি তুলেছিল। উল্টো দিকে বিজেপি জাতগণনা চাইছিল না বলে নীতীশের উপরে চাপ তৈরি করেছিল। মাঝখানে ফেঁসে যাওয়াটা নীতীশকে বেরিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন তাঁর ভিডিয়ো-বার্তায় নীতীশকে নিশানা করে বলেন আজ রাজনীতিতে এমন সময় এসেছে যে ছোট লাভের জন্য বড় বড় নেতারা নিজের বিবেক বিক্রি করে দিচ্ছেন।
জেডিইউ ইন্ডিয়া ছেড়ে দিয়ে চলে গেলেও কংগ্ৰেসকে স্বস্তি দিয়ে আজ ভারত জোড়ো ন্যায় যাত্রার পূর্ণিয়ার জনসভায় বিশাল জনসমাগম হয়েছে।








কোন মন্তব্য নেই