আর্জেন্টিনা 45 ডিগ্রী গরম ,peru বন্যা ভাসছে কাশ্মীর এর gulmarg রেকর্ড বরফে আবৃত, দিল্লিতে রেকর্ড কুয়াশা ঠান্ডা
অমল গুপ্ত। কলকাতা:বিশ্বে পরিবেশ প্রকৃতি তে ভারসাম্য নেই। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশ্বের গাছ পালা পাহাড় পর্বত নদ নদী সব ধ্বংস, জল দূষিত আকাশ বাতাসে কার্বন বিষ, লাখ লাখ যানবাহন গ্যাস বিষ কার্বন ধুলো, বালি মাটিতে ব্যাপক রাসায়নিক সার ব্যবহার আজ মাটি তে বিষ , জল শুকিয়ে যাচ্ছে ।ব্যাপক হারে প্লাস্টিকের ব্যবহার নদ নদী নর্দমা সব আবর্জনা ভরা বৈজ্ঞানিক তথ্য বলছে এখন জলের বোতল এ বিষ প্লাস্টিক মাইক্রো কণা পেটে ঢুকছে। এই ধুলো শ্বাস এ ঢুকছে। যা দেখা যায় না। এই সবের নিয়ন্ত্রণ নেই। পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। আর্জেন্টিনা peru কাশ্মীর দিল্লী সব জায়গা পরিবেশ প্রকৃতি নিয়ন্ত্রণ নেই। এর জন্যে মানুষ দায়ী। সরকারের পদক্ষেপ নেই। নাগরিকদের সমাজ সচেতনতা নেই। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে।রাজনীতি বেশি পরিবেশ সচেতনতা নেই। । 100 টি বেশির দেশ কার্বন বিষ হ্রাস করতে কয়লা ব্যবহার কমিয়ে সোলার বিদ্যুৎ ব্যবহার এর উপরে জোর দেওয়া হয়েছিল তা করতে ব্যর্থ ।হল অধিকাংশ দেশ। বাংলা তে নতুন করে ।কয়লা খানি চালু করা হচ্ছে। বিশ্বের 50 শতাংশ ফুসফুস আমাজন জঙ্গল ধংস চলছ কয়েকটি দেশ কে নিয়ে ব্রাজিলের আমাজন লক্ষ লক্ষ। হেক্টর গভীর বন ভূমি দুষ্কৃতীরা তান্ডব চালাচ্ছে । বিশ্বের দেশ আর পরিবেশ প্রাকৃতি র ভারসাম্য নিয়ে চিন্তা করছে না ।বিপদ ঘন্টা বাজতে চলছে।
- -।
।








কোন মন্তব্য নেই