নির্বাচনে আগে অসম সফরে মোদী
Moumita das কলকাতা
আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম সফরে আসছেন তিনি দুদিন থাকবেন। তাকে 4 হাজার বাইক আরোহী তার তার সভা তে উপস্থিত থাকবে। মহিলারা 1 লক্ষ প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানাবেন। মুখ্যমন্ত্রী নির্বাচন কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক মূর্তি নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তার উন্মোচন করতে পারেন।








কোন মন্তব্য নেই