Header Ads

নওগাঁ শহরে বাঙালি অঞ্চলে বাংলা মাধ্যমে র স্কুল কে অসমিয়া করার চক্রান্ত

নগাঁও শহরের হয়বরগাঁও অঞ্চলে বাংলা মাধ্যমের হাইস্কুলকে আসমীয়া মধ্যমে করার ষডযন্ত নিয়ে প্রতিক্রিয়া।
সুনীল রায় নগাঁও ৬ফেব্রুযারী :- নগাঁও শহরের হয়বরগাঁও অঞ্চলটি বাঙালী অর্ধসিত অঞ্চল।এই অঞ্চলটিতে প্রায় ৪০ হাজার বাঙালী জনগন বসবাস করে।এই অঞ্চলটিতে একটি মাত্র বাংলা মাধ্যমের হাইস্কুল আছে ।সেইটি হয়বরগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল।এই বিদ্যালয়টি শিক্ষার ক্ষেত্রেশহরেরআন্য আন্য বিদ্যালয়হতে সুনাম অর্জন করে আসছে।এই বিদ্যালয়টিতে এখনো ছাত্র ছাত্রীর সংখ্যা ৪০০র অধিক।প্রতিবছর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাতে শতকরা ৯০শতআংশ উর্তীন হয়ে যাচ্ছে।রাজ্যসরকারে এই বিদ্যালয়টিকে অসমীয়া মধ্যমে করার জন্য এক ষড়যন্ত্র করে যাচ্ছে।এই ষডযন্ত্র বুঝতে পেরে এই অঞ্চলের জনগণ তার বিরোধিতা করে এক হাজারের ও অধিক স্বাক্ষার গ্ৰহন করে একটি স্মারক পত্র নগাঁওজেলা বিদ্যালয় পরিদর্শক দিয়ে ছিল।এই স্মারক পত্রে উল্লেখ করে ছিল যে বিদ্যালয়টিতে প্রথম শ্রেণীতে ছাত্র -ছাত্রীর ভর্তির সংখ্যা কমছে।তাহলে বাংলা মাধ্যম কে উঠিয়ে ইংরাজী মধ্যমে করার জন্য দাবী করেছিল।এই দাবীর প্রতি আজ ও কোনো কর্ণপাত করতে দেখা গেলনা রাজ্য সরকারে।এই ভাবে চলছে।স্কুল মেনেজিং কমিটী গত কয়েকদিন ধরে এই বিদ্যালয়টিকে অসমীয়া মধ্যম করার জন্য এক ষড়যন্ত্র করছে বলে একাংশ জনগনের মুখে মুখে শুনা যাচ্ছে।এই নিয়ে জনগনের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বর্তমান এই অঞ্চলের অভিবাবকরা তাদের সন্তানদের বাংলা,বা অসমীয়া মাধ্যমে শিক্ষা গ্ৰহন করাতে চায়না।ইংরাজী মধ্যমে পড়ানোর জন্য খুব অগ্ৰহী। ইংরাজী মধ্যমে সরকারী স্কুল হয় ছাত্র ছাত্রী সংখ্যা বহুত বেরে যাবে । গরীব ছাত্র ছাত্রীরা সরকারী পয়সা দিয়ে ইংরাজী মধ্যমে পড়াশুনা করতে পারবে এইটা যদি রাজ্য সরকারে করে দেয় এই অঞ্চলের জনগণ উৎফুল্লিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.