Header Ads

9 থেকে 13 লাখ মেট্রিক টন প্লাস্টিক সাগর এ মিশে যাচ্ছে

নয়া  ঠাহর   ওয়েব  : রাষ্ট্র   সঙ্ঘের   পরিবেশ বিভাগ   কেবল  প্লাস্টিক  মুক্ত  বিশ্ব  গড়ার  লক্ষে  বিশ্বের  5 হাজার  প্রতিনিধিরা  উচ্চ স্তরের সম্মেলন  বসেছিল।  তাদের  সমীক্ষা  9 লাখ  মেট্রিক টন  প্লাস্টিক  বিশ্বের  রাস্তা ঘাট  থেকে  হিমালয়ের  উচ্চতায়   আবর্জনা     দূষণ   করছে। আর  সাগর এ  13 লাখ  মেট্রিক  প্লাস্টিক  জলে  ভাসছে।  সামুদ্রিক  তিমি  অন্যান্য   জীব জন্তু র  পেটে  যাচ্ছে। তিমি মাছের  পেটে কেজি কেজি  প্লাস্টিক  পাওয়া  গেছে। প্লাস্টিক  মাইক্রো   মানুষের  পেটে ঢুকছে। তা  চোখে  দেখা  যায়না।  সরকারের  নানা প্রস্তুতি  ব্যর্থ  হয়েছে  প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়ার  মিথ্যা  প্রতিশ্রুতি  দিচ্ছে।আবার প্লাস্টিক  তৈরির  ফ্যাক্টরি  গড়ে  উঠছে। প্লাস্টিকের  বোতল  জলে  মাইক্রো    মিশে  থাকে।  নিষেধাজ্ঞা  কেউ   মানে না।  ক্যান্সার  সহ  চামড়া  রোগের লক্ষণ  ধরা  পড়েছে।   সমীক্ষা  বলছে  বড় বড় শিল্পপতি দের  উৎপাদিত  সামগ্রী  তে ব্যপক  হারে  প্লাস্টিক ব্যবহার  হচ্ছে।  বলার কেউ নেই  নিয়ন্ত্রণ  করার কেউ নেই। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.