অত্যাচার সয়েও মাধ্যমিকে কিশোরী গ্রেফতার বাবা
Moumita das
অত্যাচার সয়েও মাধ্যমিকে কিশোরী গ্রেফতার বাবা
মাসখানেক আগে মাধ্যমিকের প্রস্তুতি যখন তুঙ্গে তখন ভিন্ রাজ্য থেকে বাড়ি ফেরে বাবা।
ভরসা পেয়েছিল মেয়েটি। মা বেশি ভাগ সময় কাজের জন্য বাইরে থাকেন। অষ্টম শ্রেণিতে পড়া বোনকে সামলে ঘরদোরের কাজ করে মেয়েটি মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বাবা বাড়ি ফেরার পরে তার পৃথিবীটাই বদলে যায়। অভিযোগ মাসখানেক ধরে একাধিক বার ওই মাধ্যমিক পরীক্ষার্থীর ও তার বোনকে ধর্ষণ করেছে বাবা। বৃহস্পতিবার রাতে লোকটিকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই পরিস্থিতিতেও হাল ছাড়েনি ওই পরীক্ষার্থী। শুক্রবার সেই মেয়েটি বসেছে মাধ্যমিক পরীক্ষায়।
পুলিশ জানায় ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। ধৃতকে শুক্রবার আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। এই দিন আদালতে ধৃতের ছোট মেয়ের গোপন জবানবন্দি দেয়।








কোন মন্তব্য নেই