বিজেপি একাই 370 টি ভোট পাবে ,সবাইকে নিয়ে 400 টি ভোট পাবে সংসদে প্রধানমন্ত্রী মোদী
অমল গুপ্ত কলকাতা বিজেপি দল আবার তৃতীয় বড় ভোটে জিতে সরকার গড়ার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সংসদে রাষ্ট্র পতি ভাষণের উপর ধন্যবাদ সূচনা প্রস্তাব গ্রহণ করে ভবিষ্যত বাণী করে বলেন আবার বিজেপি ক্ষমতার আসবে। বিজেপি একাই 370 টি আসন্ পাবে শরিক ভোট নিয়ে বিজেপি 400 টি আসন্ পাবে। দেশের আর্থিক গড় 7,2 ,বছরে 2 কোটি চাকরি প্রতিশ্রুতি পূরণ হল না। দেশের 45 বছরে বেকার 40 শতাংশ বেড়ে গেছে। এই সব প্রতিশ্রুতি আশ্বাস দিকে মুখ ঘুরিয়ে প্রধানমন্ত্রী সংসদে দাবী করলেন 2024 সালের লোকসভা নির্বাচনে 400 টি আসন ছাড়িয়ে যাবে। বিশ্বের তৃতীয় আর্থিক শক্তি শালী দেশ হিসাবে গড়ে উঠছে। বিরোধী দলনেতা অধীর চৌধুরী কে আক্রমণ করে পরিবার তন্ত্র নিয়ে আঙুল তুলেন অধীর পাল্টা প্রধানমন্ত্রী কে বলেন" আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু রাষ্ট্র নায়ক হতে পারলেন না। "বহরমপুরের কংগ্রেস সংসদ অধীর চৌধুরী কে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী না তাকে ভয় পান? এর আগেও দেখা গেছে পরিবার তন্ত্র নিয়ে তাকেই আক্রমণ করেন কারণ রাহুল সোনিয়া র সঙ্গে অধীর এর রাজনীতি । অধীর জঙ্গিপুর কেন্দ্রের লোকসভায় প্রণববাবু র পর সোনিয়া কন্যা কে আনবে বলে শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রীর তাই আক্রমণ বলে মনে হচ্ছে। বিজেপি আবার সরকার দাবি করছে কিন্তু দুর্নীতি হ্রাস পেলো না। লাখ লাখ কোটি টাকা নিয়ে
দেশের বড় বড় ব্যবসায়ীদের একাংশ বিদেশে পালিয়ে গেল তাদের ফেরানো হল না। সেই টাকা ফিরিয়ে দেশের বেকার দের 15 লাখ টাকা করে দেওয়া হবে ।কোথায় গেল সেই প্রতিশ্রুতি ? বিশ্বের দুর্নীতির নিরিখে 180 টি দেশের মধ্যে ভারতের স্থানে 93 স্থানে আছে।। দেশে বিরোধী জোট "ইন্ডিয়া " ভাঙতে তৃণমূল একাই একশো মুখ্যমন্ত্রী মমতা প্রায় সরে গেছেন। বিরোধী শূন্য বিজেপি আবার ক্ষমতায় আসবে দেশের মুসলিম মহিলাদের বিরাট অংশ বিজেপি দিকে ঝুঁকে ছে। রাজনীতিক গতিপ্রকৃতি নানা জোট সেই আভাস দিচ্ছে আবার মোদী দিল্লিতে বসবেন। অপরদিকে আভাস মিলছে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় নতুবা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্যে একজন মুখ্যমন্ত্রী পদে বসবেন আগামি তে। রাজনীতি গতিপ্রকৃতি সেই দাবী করছে। বঙ্গের 30 শতাংশের বেশি মুসলিমদের ভোট তৃণমূল পাবে। গত পঞ্চায়েত নির্বাচনে পেয়েছে। এবার ও নিরপেক্ষ নির্বাচন হবে না ব্যাপক দুর্নীতি হবে প্রতিরোধ করার ক্ষমতা বিজেপি নেই। বিজেপি চাইছে কংগ্রেস- সিপিআইএম শক্তি ক্ষমতায় বসুন। সব অভিযোগ থেকে অভিষেক কে বাঁচিয়ে তাকে মমতার আসনে বসাতে চাইছেন। তাই,এ ডি ,সিবিআই তার টিকি ছুঁতে পারেনি। এই রকমের কথা বলছে বিরোধীরা।








কোন মন্তব্য নেই