Header Ads

বিজেপি একাই 370 টি ভোট পাবে ,সবাইকে নিয়ে 400 টি ভোট পাবে সংসদে প্রধানমন্ত্রী মোদী

অমল গুপ্ত  কলকাতা   বিজেপি  দল  আবার  তৃতীয়  বড়   ভোটে  জিতে  সরকার  গড়ার  অঙ্গীকার  করলেন  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদী। প্রধানমন্ত্রী  সংসদে  রাষ্ট্র পতি  ভাষণের উপর  ধন্যবাদ  সূচনা  প্রস্তাব  গ্রহণ  করে  ভবিষ্যত বাণী  করে বলেন আবার বিজেপি  ক্ষমতার  আসবে। বিজেপি  একাই  370 টি  আসন্ পাবে শরিক  ভোট  নিয়ে  বিজেপি  400 টি  আসন্ পাবে।   দেশের  আর্থিক  গড় 7,2 ,বছরে  2 কোটি  চাকরি  প্রতিশ্রুতি  পূরণ  হল  না।  দেশের  45 বছরে  বেকার  40 শতাংশ  বেড়ে  গেছে।  এই সব প্রতিশ্রুতি   আশ্বাস দিকে  মুখ  ঘুরিয়ে  প্রধানমন্ত্রী  সংসদে  দাবী  করলেন  2024 সালের  লোকসভা  নির্বাচনে 400 টি আসন  ছাড়িয়ে  যাবে।  বিশ্বের  তৃতীয়  আর্থিক শক্তি শালী  দেশ হিসাবে  গড়ে  উঠছে।  বিরোধী  দলনেতা  অধীর  চৌধুরী  কে  আক্রমণ  করে  পরিবার  তন্ত্র  নিয়ে  আঙুল  তুলেন  অধীর  পাল্টা  প্রধানমন্ত্রী  কে  বলেন"  আপনি  দেশের  প্রধানমন্ত্রী  হয়েছেন  কিন্তু রাষ্ট্র  নায়ক  হতে  পারলেন না। "বহরমপুরের  কংগ্রেস  সংসদ  অধীর  চৌধুরী  কে  বিশেষ  গুরুত্ব  দেন প্রধানমন্ত্রী  না  তাকে  ভয় পান? এর আগেও  দেখা  গেছে  পরিবার  তন্ত্র  নিয়ে  তাকেই  আক্রমণ  করেন  কারণ রাহুল  সোনিয়া র  সঙ্গে  অধীর  এর  রাজনীতি  । অধীর  জঙ্গিপুর  কেন্দ্রের  লোকসভায়  প্রণববাবু র  পর  সোনিয়া  কন্যা     কে  আনবে  বলে  শোনা  যাচ্ছে। প্রধানমন্ত্রীর  তাই  আক্রমণ  বলে  মনে   হচ্ছে।  বিজেপি  আবার  সরকার  দাবি করছে কিন্তু  দুর্নীতি    হ্রাস  পেলো না। লাখ  লাখ  কোটি  টাকা  নিয়ে  
দেশের  বড়  বড়  ব্যবসায়ীদের  একাংশ  বিদেশে  পালিয়ে  গেল  তাদের   ফেরানো  হল না।  সেই টাকা  ফিরিয়ে  দেশের  বেকার দের  15 লাখ  টাকা  করে  দেওয়া  হবে  ।কোথায়  গেল সেই  প্রতিশ্রুতি  ? বিশ্বের  দুর্নীতির  নিরিখে   180 টি   দেশের  মধ্যে ভারতের  স্থানে  93 স্থানে  আছে।। দেশে  বিরোধী  জোট  "ইন্ডিয়া " ভাঙতে   তৃণমূল  একাই  একশো মুখ্যমন্ত্রী মমতা  প্রায়  সরে  গেছেন। বিরোধী  শূন্য   বিজেপি  আবার   ক্ষমতায়  আসবে   দেশের  মুসলিম  মহিলাদের  বিরাট  অংশ  বিজেপি দিকে  ঝুঁকে ছে।  রাজনীতিক  গতিপ্রকৃতি     নানা জোট    সেই  আভাস  দিচ্ছে আবার  মোদী   দিল্লিতে  বসবেন। অপরদিকে আভাস  মিলছে মুখ্যমন্ত্রী পদে  মমতা  বন্দ্যোপাধ্যায়  নতুবা  ভাইপো  অভিষেক  বন্দ্যোপাধ্যায়  এর  মধ্যে  একজন  মুখ্যমন্ত্রী  পদে  বসবেন   আগামি  তে। রাজনীতি  গতিপ্রকৃতি  সেই  দাবী  করছে। বঙ্গের  30 শতাংশের  বেশি  মুসলিমদের  ভোট  তৃণমূল  পাবে। গত  পঞ্চায়েত  নির্বাচনে পেয়েছে।  এবার ও নিরপেক্ষ  নির্বাচন  হবে না ব্যাপক  দুর্নীতি  হবে  প্রতিরোধ  করার  ক্ষমতা  বিজেপি নেই। বিজেপি  চাইছে কংগ্রেস-   সিপিআইএম     শক্তি  ক্ষমতায়  বসুন।  সব অভিযোগ  থেকে  অভিষেক  কে বাঁচিয়ে  তাকে  মমতার আসনে বসাতে  চাইছেন।   তাই,এ  ডি ,সিবিআই  তার  টিকি  ছুঁতে  পারেনি। এই রকমের  কথা  বলছে  বিরোধীরা। 



























কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.