Header Ads

একমাত্র মোদী দেশ কে গ্যারান্টি দিতে পারে কংগ্রেস দলের কোনও নেতা গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে কি?

অমল  গুপ্ত  কলকাতা: দেশের  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদী  একমাত্র দেশকে  গ্যারান্টি   দিতে  পারে।  কংগ্রেস  দলের  কোনো  নেতা  আছে কি  দেশ কে  গ্যারান্টি  দিতে  পারে?প্রধানমন্ত্রী  আজ  সংসদে  এই  হুঙ্কার  দিয়ে  বলেন    মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়  দাবী  করেছিলেন  কংগ্রেস  লোকসভায়  40 টি  আসন  পেতে পারে  কিন্তু  কংগ্রেস  40 টি  আসনে ও  জিততে  পারবেনা  বলে  বলে  প্রধানমন্ত্রী     বলেন।  প্রধানমন্ত্রী  বলেন  তারা  দেশ কে  যে গ্যারান্টি  দেয়  তা বাস্তবায়ন  করে দেখায়।   কংগ্রেস  দলের   মত অসত্য  কথা  বলে না।  বিজেপি  এবার   তৃতীয়  বারের  জন্যে  বসবে  বলে  প্রধানমন্ত্রীর  আত্ম বিশ্বাস  সেই  কোথায়  বলছিল। 







 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.