লোকসভা নির্বাচনের আগে দেশে প্রথম রাজ্য উত্তরা খণ্ড বিধানসভা তে পেশ অভিন্ন দেওয়া নি বিল
অমল গুপ্ত কলকাতা:লোকসভা নির্বাচনের আগে দেশের প্রথম রাজ্য উত্তরা খণ্ড অভিন্ন দেওয়া নি বিধিচালু বিল টি বিধানসভায় পেশ করা হয়েছে। । সারা দেশে একই পারিবারিক আইন হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড এর বিলুপ্তি ঘটবে। বহু বিবাহ নিষিদ্ধ হবে, বিয়ের নূন্যতম বয়স মেয়েদের 18 পুরুষদের 21, ।লিভ টুগেদার ক্ষেত্রে বিধি নিষেধ, পরিবারের সম্পত্তির,দত্তক এর ক্ষেত্রে সব ধর্মের একই আইন। দেশের সব রাজ্যের নির্বাচনে সঙ্গে লোকসভার নির্বাচন একই সঙ্গে হলে হাজার হাজার কোটি বেঁচে যাবে সেই লক্ষে প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচন করতে চাইছেন। প্রাক্তন রাষ্ট্রপতি কে সভা পতি করে গতকাল দিল্লিতে প্রথম সভা হয় সিপিআইএম দলের সীতারাম ইয়ে চুরি, তৃণমূল কংগ্রেস দলের সুদীপ বন্দ্যোপাধ্যায় উভয়ে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন।








কোন মন্তব্য নেই