Header Ads

আর্ন্তজাতিক বঙ্গ ভাষা সম্মান পেলেন অসমের শান্তনু মুখার্জি

আন্তর্জাতিক বঙ্গভাষী সন্মান অর্জন করলেন শান্তনু মুখার্জী

নতুন দিল্লী ২৪ ফেব্রুয়ারীঃ বাঙালিদের আন্তর্জাতিক সংস্থা বঙ্গভাষী মহাসভা  ফাউন্ডেশনের নতুন দিল্লীস্থ বিশ্ব যুব কেন্দ্রের সভাকক্ষে পঃবঙ্গ,দিল্লী,উত্তরাখন্ড,ঝাড়খন্ড,ছত্রিসগড়,মধ্যপ্রদেশ,উত্তর প্রদেশ,কর্নাটকা,অসম,ত্রিপুরা,আন্দামান,উড়িস্যা, মহারাষ্ট্র সহ ভারতের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যসহ  অপ্রবাসী বাঙালি, বাংলাদেশ,কানাডা র প্রতিনিধিদের উপস্থিতিতে এক গাম্ভীর্যপূর্ন এক সভায় ভারতসহ বিশ্বের অন্যত্রে বাঙালি সমাজের জন্য বিভিন্ন বিভাগে উন্নয়ন তথা বাঙালির স্বার্থে কাজ করা ব্যক্তিদের বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশন সন্মান প্রদান করে৷ উল্লেখযোগ্য যে সুদীর্ঘকাল ধরে অসমে “ডি" সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করা ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের জন্য অসমের শান্তনু মুখার্জীকে বঙ্গভাষী সন্মান প্রদান করা হয়৷ উক্ত সভায় শোভাবর্দ্ধন করেন মেঘালয় ত্রিপুরা ও অনুরাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপাল  শ্রীযুক্ত তথাগত রায় মহাশয় ও ভারত সরকারের ইউনেস্কোর গুডউইল অফিসার শ্রীযুক্ত বিপ্লব রয় মহাশয়৷ সভায় বিভিন্ন প্রস্তাব গ্রহন করার উপরি মুলত আগামীতে ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি হয়রানির বিষয়টি আন্তর্জাতিক পর্য্যায়ে তুলে ধরার প্রস্তাব গ্রহণ করা হয়৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.