গুয়াহাটির সৎ সঙ্গ বিহারে উৎসব
*গুয়াহাটি সৎসঙ্গ বিহারের ৫০তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ৪ ই ফেব্রুয়ারি, মহামহোৎসবে সকলকে আমন্ত্রণ আয়োজক কমিটির*
সানি রায়, গৌহাটি:গুয়াহাটি
সৎসঙ্গ বিহারের ৫০তম স্বর্ণ জয়ন্তী আগামী ৪ ফেব্রুয়ারি রবিবার। যুগ-পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী তথা স্বর্ণজয়ন্তী মহামহোৎসব ঘিরে চলছে জোড় প্রস্তুতি। আর মাত্র হাতে দুটা দিন, দিনরাত একাকার করে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আয়োজক কমিটি। আগামী শনিবার ৩ ফেব্রুয়ারি এবং রবিবার ৪ই ফেব্রুয়ারি দিনভর নানান কার্যসূচী নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা স্বর্ণ জয়ন্তী মহামহোৎসব। এবারের উৎসব ভাঙাঘর সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে নয়,ব্যতিক্রমী আয়োজনে শহরের বাইরে অর্থাৎ চৌকিগেট,চাংসারীর খোলা ময়দানে অনুষ্ঠিত হবে এই মহামহোৎসব।কেননা শহরের পরিসরে যানজট নিয়ন্ত্রণে এবারের ব্যতিক্রমী পদক্ষেপ গৌহাটি সৎসঙ্গ বিহারের। শহরের পার্শ্ববর্তী চাংসারী চৌকিগেট সংলগ্ন খোলা মাঠে ই এবার ৫০তম বর্ষপূর্তি উদযাপন গৌহাটি সৎসঙ্গ বিহারের। সকল সৎসঙ্গী গুরুভাই-গুরুবোন সহ ভক্তপ্রাণ সবাই কে এই মহামহোৎসবে সক্রিয় ভাবে যোগদান করতে আহ্বান জানান আয়োজক কমিটি। পরম করুণাময়ের আশীর্বাদ মাথায় নিয়ে সকলকে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রেখে আয়োজন সফল করতে আহ্বান কমিটির। সবশেষে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি শনি ও রবিবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপস্থিত থেকে আনন্দ উপভোগ করতে আহ্বান জানান আয়োজক কমিটির কর্মকতারা।








কোন মন্তব্য নেই