Header Ads

কলকাতায় এন আর বি ওয়ার্ল্ড এর অমর একুশ সাহিত্য উৎসব

কলকাতায় এনআরবি ওয়ার্ল্ডের অমর একুশে সাহিত্য উৎসব
প্রবাসী মহীতোষ তালুকদারের নেতৃত্বে শতকন্ঠে একুশের গান
 নয়া  ঠাহর। প্রতিবেদন 
এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের উদ্যোগে পয়লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে কলকাতা মহানগরীর যাদবপুরে সূর্যসেন মঞ্চে অমর একুশে সাহিত্য উৎসব উদযাপিত হয়েছে। ভাষা সংগ্রামীদের স্মরণে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটের্যা ন্স ১৯৭১, ইউএসএ র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ। বিশেষ অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য। উদ্বোধন করেন দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন রায় প্রধান। সম্মাননীয় অতিথি ছিলেন ফ্রান্স প্রবাসী বিকশিত নারী সংঘের সভানেত্রী সৈয়দা তাওফিকা শাহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সর্বজন শ্রদ্ধেয় ড. পবিত্র সরকার। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের দফতর সম্পাদক সাহানারা খাতুন। শতকন্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী যুক্তরাষ্ট্রে শতকন্ঠে বাংলা গানের প্রথম উদ্যোক্তা মহীতোষ তালুকদার তাপস। এরপর একুশের কবিতা পাঠ করেন কবি বরুণ চক্রবর্তী, ইরা সরকার, ড. মহ: কুতুবুদ্দিন মোল্লা, সুব্রত চক্রবর্তী, মৌসুমী দাশ, বিজন চন্দ, মন সাহা রায়,  রাজু কর্মকার,  অমিত চট্টপাধ্যায়, স্বাতী গৌতম, রবীন্দ্রনাথ সরকার, গৌতম চৌধুরী, শুভ্রকান্তি ভট্টাচার্য, শ্রাবণী সেনগুপ্ত, কৃষনা নাগ চৌধুরী, রাখী ব্যানার্জী, সোমনাথ বন্দোপাধ্যায়, অমিতাভ দে, রৌণক কুমার দাস প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেছেন মৌ মিত্র, মৌসুমী দাস, গোপা দাস মজুমদার, মহীতোষ তালকুদার, কাজল দাসসহ আরও অনেকে। অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক ওমর আলী। অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়কারী লন্ডন প্রবাসী সাংবাদিক আহমেদ মোসলেহ উদ্দীন ও ইতালি প্রবাসী সাংবাদিক জমির হোসেন। সমাপনী বক্তব্য দেন ভাষা ও শব্দ শ্রমিক আবদুল কাইউম।

শতকন্ঠে বাংলা গানের অনুষ্ঠানে অংশগ্রহনকারী যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুদ্দিন আহমেদ মাহবুব, রওশন সরকার নীপা, প্রতাপ দাস, শিমুল সাহা মৌ, এজাজ আলম, সায়মা আলী অদিতি, এলি বড়ুয়া, জেনেট বিশ্বাস, নাভিন মুরশিদ, আবু কামাল আজাদ, অনুপম দেব, শফিক আহমেদ, তুলিকা দেব, ইফতি চৌধুরী, রিচার্ড বোস, বিপুল রায়কে সংবর্ধনা ও মুক্তিযুদ্ধের বই উপহার দেওয়া হয়।

সারা বিশ্বের বাঙালিদের শিকড়ের সাথে যুক্ত করে নিজেদের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে ১১ বছর আগে গঠন করা হয় এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম। অরাজনৈতিক, অলাভজনক আন্ত:রাষ্ট্রিয় এই সংগঠনে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিরা সংগঠনের সদস্য। তারা নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সাথে যুক্ত রাখতে অনলাইনে-অফলাইনে নিয়মিত অনুষ্ঠান করে থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.