অসমের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sharma 55 বছরে জন্ম দিন পালন করেন
নয়া ঠাহর,গুয়াহাটি। অসমের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sharma 55 বছরে পা দিলেন ।আজ Dispur সরকারি অফিসে বহু মানুষ উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী কে অভিনন্দন জানান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। নিজস্ব বাড়িতে হাজার হাজার অনুরাগী শুভেচ্ছা জ্ঞাপন করতে যান। নিজের জন্ম দিনেও মুখ্যমন্ত্রী আজ বসে কাটান নি। গুয়াহাটি মহানগর এক উড়াল পুল এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নয়া ঠাহর নিউজ portal গোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। আজ মুখ্যমন্ত্রী sibsagar জেলার রঙ ঘর উন্নয়নে 140 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন ।মুখ্যমন্ত্রী বলেন অসমে আন্দোলনের পরিবর্তন ঘটেছে।এখন শুধুই উন্নতি আর উন্নতি। কল্পনা ছিলনা তার সরকার এক লাখ চাকরি দিয়েছে। বলেন ভোট লাগবে না আন্দোলন ছাড়া সুষ্ঠু পরিস্থিতি লাগে। গতকাল গভীর রাতের দিকে কেক কেটে জন্মদিন পালন করেন।








কোন মন্তব্য নেই