Header Ads

শীতের বিদায় ঘন্টা বেজে গেছে

শীতের মধ্যে ফের বৃষ্টির মুখে রাজ্য
MOUMITA  Das
মাঘে ফের বৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে রাজ্য। মুর্শিদাবাদের  আবহাওয়া দফতর জানিয়েছে যে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার ফলে আকাশ মেঘলা থাকবে দিনের  তাপমাত্রাও তুলনামূলক ভাবে কিছুটা কম থাকতে পারে। উত্তুরে বাতাসের জোর যেহেতু কমছে তাই রাতের তাপমাত্রাও একটু উপরের দিকেই থাকবে। আবহবিদদের একাংশের মতে শীতের বিদায়ঘন্টা কার্যত বেজে গিয়েছে। বৃষ্টি কাটলে জাঁকিয়ে শীত পড়বে এমন সম্ভাবনাও দেখতে পারছেন না তাঁরা। 
 আবহবিদেরা জানান আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে নদিয়া, দুই ২৪ পরগনায়, মুর্শিদাবাদ, হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে। বর্তমানে তাপমাত্রা যা আছে সপ্তাহান্তে তার থেকে ৩-৪ ডিগ্রি বাড়তে পারে বলেও মনে করেছেন আবহবিজ্ঞানীরা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.