মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীরা এগিয়ে
মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে ছাত্রীরা
Moumita Das
গত কয়েক বছর ধরেই মুর্শিদাবাদে পিছনে ফেলে দিচ্ছে ছাত্রীরা। এ বারও মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষায় সেই ধারা বজায় থাকল মুর্শিদাবাদে। এ বার মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের থেকে ১৭ হাজার ১২১ জন বেশি বসছে। তেমনই পরীক্ষায় ছাত্রদের দ্বিগুণ ছাত্রী বসছে। তবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মাধ্যমিক বিপুল সংখ্যক পরীক্ষার্থী কমে গিয়েছিল। গত বছরের তুলনায় এ বছর মাধ্যমিক পরীক্ষার্থী কিছুটা বাড়লেও ২০২২ সাল বা তার আগের তুলনায় এ বারও পরীক্ষার্থী অনেকটাই কম। এ বার ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।
কেন সার্বিক ভাবে পরীক্ষার্থী কম? জেলা বিদ্যালয় পরিদর্শন বলেন কেন পরীক্ষার্থী কম তার পর্যালোচনা আমার করিনি। ফলে কমের কারণ জানি না। ছাত্রী পরীক্ষার্থী বেশি হওয়ার কারণ কী? জেলা বিদ্যালয় পরিদর্শন বলেন বিগত কয়েক বছর থেকে মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিক পরীক্ষায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি হচ্ছে। কী কারণে এমন হচ্ছে সেই পর্যালোচনা আমরা করিনি। ফলে কারণ আমরা বলতে পারব না।








কোন মন্তব্য নেই