আজ মোদী সরকারের শেষ বাজেট, আমজনতা কে স্বস্তি দেবে
অমল গুপ্ত:কলকাতা: আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন অর্থ মন্ত্রী নির্মল সীতারাম ন ভোট অন্ অ্যাকাউন্ট বাজেট পেশ করেন। কর কাঠামো তে ছাড় ।রাষ্ট্রপতি drapodi মুর্মু র আশ্বাস বাণী এই ভারত শ্রেষ্ঠ ভারত কে বাস্তবায়ন করার অঙ্গীকার করেন অর্থ মন্ত্রী। আই করের কাঠামোতে পরিবর্তন আনলেন না। আগামী পাঁচ বছরে অতিরিক্ত 2 কোটি বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। নতুন করিডোর -বিলাসী ট্রেনের ব্যবস্থা। 40 হাজার বন্ধে ভারত বিলাসী ট্রেনের কোচের ব্যবস্থা হবে। 25 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তোলা হবে। গত 10 বছরে সাধারণ মানুষকে নিয়ে বিজেপি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেনি।বলে কংগ্রেস অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী এই বাজেট কে উন্নত বাজেট বলে অভিহিত করলেন। অর্থ মন্ত্রী বলেন 5 কোটি মহিলা কে স্বনির্ভর গোষ্ঠী তে রূপান্তরিত করা হবে। গ্যাস পেট্রোল ডিজেল রান্নার গ্যাস এর দাম হ্রাস পেলো না। বিজেপি বলেছে বাজেট ইতিহাস সৃষ্টি করেছে। কেন্দ্র বাজেটে উত্তর পূর্বের পর্যটন শিল্পের বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে। অসম কে গুরুত্ব দেওয়া হয়েছে। সব আশা কর্মীকে আয়ু স মা ন প্রকল্পের অধীন আনা হবে। বিরোধী দলনেতা অধীর চৌধুরী বলেন ভোটের দিকে চেয়ে এই বাজেট । বিশ্বের 123 তম রাষ্ট্রের মধ্যে ভারতের স্থান 11 ,দুর্নীতির মধ্যে দেশের স্থান 97 ।। অর্থ মন্ত্রী গরিব বলেন যুব- মহিলাদের কৃষকদের উন্নয়ন বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের এক কোটি মানুষ কে 300 মেগাওয়াট করে বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে।, লাখ পতি দিদি ,প্রকল্পের অধীনে 3 কোটি মহিলা কে আনা হয়েছে।








কোন মন্তব্য নেই