অসমের 7 হাজার জঙ্গি অস্ত্র ত্যাগ করেছে :মোদী
অমল গুপ্ত :গুয়াহাটি:কলকাতা- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের সফরে এসে 11599 কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। রাজ্যের বিদ্যুৎ সম্পূর্ন ফ্রি করার অঙ্গীকার করেন মোদী। 2024 পর্যন্ত দেশকে সমৃদ্ধি ও বিকাশের গ্যারান্টি দেন মোদী। অযোধ্যা র পর হাজার বছরে Ksmkhya ধাম কে শ্রেষ্ঠ তীর্থ গড়ে তোলা হয়েছে। 498 কোটি টাকার Ksmkhya করিডোর উদ্বোধন করে বলেন সারা বিশ্বে অযোধ্যা Ksmkhya করিডোর খুলে গেলে পর্যটন ক্ষেত্র বিকশিত হবে। আজ খানা পড়া ময়দানে দের লাখ মানুষের মাঝে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী 2024 সালের লোকসভা নির্বাচনের উদ্দীপনা র ময়দান তৈরী করলেন । অসমের সার্বিক উন্নয়নের কথা বলেন আগে 6 টি মেডিকেল কলেজ ছিল এখন 12 টি মেডিকেল কলেজ তৈরি হল। ক্যান্সার হাসপাতাল আরো বেশি। আজ বিশাল সভা তে পাঁচ হাজার পাঁচ লাখ পতি মহিলা ছাড়াও 5 হাজার বাইক আরোহী যুবক উপস্থিত ছিলেন। তাকে স্বাগত জানাতে মহিলারা এক লাখ প্রদীপ জ্বালিয়ে ছিল। 2024 লোকসভার শেষ সফরে এসে প্রধানমন্ত্রী আর্থিক সাহায্য উজাড় করে দিয়ে গেলেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী Sarbananda sonowal সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।প্রধানমন্ত্রী বারবার অঙ্গীকার করে বলেন মোদীর গ্যারান্টি যা বলে তা করে । অতিরিক্ত গুয়াহাটির মেডিকেল কলেজ ,karimganj কলেজ, গুয়াহাটির নেহরু স্টেডিয়াম, এয়ারপোর্ট বিকল্প রাস্তা সহ 42 টি প্রকল্পের শিলান্যাস করে আজ প্রধানমন্ত্রী ফিরে যান।








কোন মন্তব্য নেই