Header Ads

গুয়াহাটি সৎ সঙ্গ বিহারে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা দিবস

*গুয়াহাটি সৎসঙ্গ বিহারের ৫০তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা  মহামহোৎসব: জনসমুদ্রে ভাসলো চাংসারির খোলা ময়দান......*                  


 *সানি রায়, গৌহাটি::* গুয়াহাটি সৎসঙ্গ বিহারের ৫০তম স্বর্ণ জয়ন্তী মহামহোৎসবে ব্যাপক সাড়া।সাড়ম্বরে আয়োজিত হয়, ৫০তম স্বর্ণ জয়ন্তী মহামহোৎসব। কমপক্ষে ৩ লাখের অধিক ভক্ত সমাগমে গৌহাটি শহরের পার্শ্ববর্তী চাংসারি খোলা ময়দান সৎসঙ্গের ঢেউয়ে পিছিয়ে ফেলে খানাপাড়ার মাঠে আয়োজিত প্রধানমন্ত্রী র জনসভা। এমনটাই দাবি অধিকাংশ ভক্তের।যদিও প্রধানমন্ত্রী -র জনসভা -র জন্যে ASTC তরফ থেকে যাত্রীবাহী বাসের ব্যবস্থা উঠিয়ে নিলেও কোনো ধরণের ভাঁটার টান পড়ে নি গৌহাটি সৎসঙ্গ বিহারের স্বর্ণ জয়ন্তী মহামহোৎসবে। দিনভর বিভিন্ন কার্যসূচীতে আকুল আনন্দ উপভোগ করতে দেখা যায় দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দ দের। অসম ছাড়াও ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ থেকে ছুটে আসে বহু ভক্ত বৃন্দ। আয়োজক কমিটির দিন রাত অবিরাম পরিশ্রম করে উৎসবের সার্থকতা আদায় করেছে। ভক্ত সমাগম দেখা আপ্লুত কন্ঠে খুশি ব্যক্ত করলেন সৎসঙ্গের বর্তমান আচার্য দেব।এই মহামহোৎসব শহরের বাইরে অর্থাৎ চৌকিগেট,চাংসারীর খোলা ময়দানে অনুষ্ঠিত হওয়ায় তেমনটা যানজট পরিলক্ষিত হয় নি।তবে পার্কিং ব্যবস্থা থেকে ধরে বিনামূল্যে চিকিৎসা শিবির, ভক্ত সমাগমের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, ধর্মসভা সবমিলিয়ে দিনটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাটে দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দের মধ্যে। সবমিলিয়ে বর্তমান শ্রীশ্রীআচার্য‍্যদেব দিনভর ভক্তবৃন্দের মধ্যে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি করে বেলা শেষে,তিনি কলকাতার উদ্দ্যেশে রওনা হন। তবে সার্থকতা মেলে এদিনের মহামহোৎসবটি।লোকে লোকারণ্য পরিবেশ চোখে পড়ার মতো ছিল এবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.