বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু র বিজ্ঞান সাধনা কি বাঙালি রা মনে রেখেছে?
শ্রদ্ধাঞ্জলি : মহান বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু l
জয়শ্রী বসু
বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন ১৮৯৪ সালের পয়লা জানুয়ারি l পিতা ছিলেন সুরেন্দ্রনাথ বসু ও মাতা আমদিনী দেবী l দেশের বাড়ি ছিল নদীয়া জেলার বড় জাগুলিয়ায় l ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মসূত্রে ,পিতা সুরেন্দ্রনাথ বসু কলকাতায় সপরিবারে বসবাস শুরু করেন l কলকাতাতেই সত্যেন্দ্রনাথ বসুর জন্ম ও বড় হয়ে ওঠা l হিন্দু স্কুল থেকে স্কুল শিক্ষা সমাপ্ত করে প্রেসিডেন্সি কলেজ থেকে ডিগ্রী ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন l পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন l লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে থিওরিটিক্যাল ফিজিক্সে পিএইচডি করার পর দেশে ফিরে এলেও ফোটনস এর উপর গবেষণা করার সময় আইনস্টাইনের সঙ্গে যোগাযোগ করেন l আবিষ্কার করেন বস্তুর কণা ঐতিহাসিক "বোসন "l সত্যেন্দ্রনাথ বসু সংখ্যা তত্ত্বের উপর ও গবেষণা করেন l বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করার সময় বিজ্ঞানী লুই দি ব্রগলি ও মাদাম কুরির সঙ্গে যোগাযোগ হয় l উনি সমগ্র জীবন ধরে বাংলায় বিজ্ঞান চর্চার সাধনা ও বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠন করেন l ১৯৫৪ সালে তিনি পদ্মবিভূষণ উপাধি পান l বিজ্ঞান সাধনার সঙ্গে সঙ্গে ভারত সরকারের অনুরোধে তিনি বিশ্বভারতীর উপাচার্য পদের দায়িত্ব গ্রহণ করেন l জাতীয় অধ্যাপক এই বিজ্ঞানী সফল উপাচার্য ছিলেন l ১৯৮৬ সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহায়তায় এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সাইনসেস প্রতিষ্ঠিত হয় l অ্যাটোমিক ও সোপাটোমিক গবেষক , অংক শাস্ত্রবিদ ও বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু সংগীত প্রেমী ছিলেন ও কণ্ঠ সংগীতের সঙ্গে সঙ্গে একাধিক যন্ত্র সংগীত বাজাতে পারতেন l ১৯৯৪ সালে ভারত সরকারের সৌজন্যে এই অসাধারণ বিজ্ঞানীর নামে স্ট্যাম্প তৈরি হয় l ১৯৭৪ সালে ৮০ বছর বয়সে উনি ইহলোক ত্যাগ করেন l তার বিশাল কর্মযজ্ঞের অল্প মাত্রই আমরা ছুঁতে পারলাম l তার মহাপ্রয়াণের দিনটি ছিল ৪ ফেব্রুয়ারি l আজ আসুন আমরা বিনম্র চিত্তে তাকে শ্রদ্ধা জানাই l (বঙ্গের বিশিষ্ট সাংবাদিক jaysree Basu)








কোন মন্তব্য নেই