Header Ads

ভোট আসছে,প্রধানমন্ত্রী 554 টি রেল স্টেশন এর ভিত্তি প্রস্তর স্থাপন

 স্বপন দাস লামডিং

আজ ভারতীয় রেলের জন্য এক বিশেষ দিন।  আজ দেশের প্ৰধান মন্ত্ৰী ভিডীও কনফ্ৰেণর মাধ্যমে দেশের অমৃত ভারত ষ্টেচন আঁচনির অধীনে দেশের ৫৫৪টা রেল ষ্টেশ্যনের পূৰ্ণবিকাশের ভূমিপূজা এবং ১৫০০ ROB রোড অভার ব্ৰিজ এবং RUB রোড আণ্ডার ব্ৰীজের শুভউদ্বোধন করেন।

 লামডিং সমাজ বাড়ী অঞ্চলে RUB/ under passরোডের  ভিডীও কনফ্ৰারেন্সর দারা শুভ উদ্বোধন করে দেশৰ প্ৰধান মন্ত্ৰী।
 লামডিং সমাজ বাড়ী  অঞ্চলের RUB রোড আণ্ডার ব্ৰীজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামডিংএর  বহু বিশিষ্ট ব্যক্তির সাথে লামডিং রেল বিভাগের বহু উচ্চ পদস্থ বিষয়া।

উল্লেখ যে লামডিং সমাজ বাড়ী অঞ্চলে RUB রোড হোয়ায় অঞ্চলের মানুষের দীৰ্ঘ দিনের সমস্যার সমাধান হয়। 
আজ 27 রিজ্যের ৫৫৪টি রেল ষ্টেচনের পূৰ্ণরিকাশের কাজ  ভিডীও কনফ্ৰারেন্সের দারা শিলান্যাস  এবং দেশের ১৫০০ ROB এবং RUB রোডের শুভ উদ্বোধন করেন প্ৰধান মন্ত্ৰী।
তিনি বলেন যে পূৰ্বের তুলনায় ভারতীয় রেলের বহু উন্নয়ন হয়েছে। 
দশ বছরে রেল পথের নিৰ্মাণের কাজ দ্বিগুণ বৃদ্ধি হয়েছে। 
 টাকা লুণ্ঠন বা দুৰ্নীতিকরা লোকের বিরূদ্ধে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহন করার ফলে  সরকারী টকার লুণ্ঠন বা দুৰ্নীতির  কম হয়েছে যার ফলে দেশে রেলের উন্নয়নের কাজ অনেক বৃদ্ধি হয়েছে।
যার ফলে দেশে রোজগারের সংখ্যা বৃদ্ধি হয়েছে। দেশর উন্নতির জন্য বিভিন্ন উন্নয়ন মূলক প্ৰকল্পে সকলে অংশ গ্ৰহণ কারায় বিশেষ করে যুবসমাজ এবং ছাত্ৰ ছাত্ৰীকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
Byte--  লামডিং বিজেপি মণ্ডল সম্পাদক অনিমেষ মিশ্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.