রেলের অবস্থা খুব খারাপ তবে পরিবর্তন হয়েছে দাবী
নয়া ঠাহর ;কলকাতা; রেল নির্বাচনের আগে ঢাক ঢোল বাজিয়ে রেল স্টেশন উদ্বোধন করে চলছে।সোমবার প্রধান মন্ত্রী দাবী করেছেন অতীত রেলের ক্ষতি চললেও বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে। তবে রেলের বাজেট নথি বলছে এখন রেলে একশো টাকা আয় করতে খরচ হয় 98 টাকা 65 পয়সা তাই পরিকাঠামো উন্নয়নে। সামান্যই খরচ হচ্ছে। আজকের আনন্দবাজার পত্রিকার " এক নজরে" কলম থেকে নেওয়া।
কোন মন্তব্য নেই