বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বৃষ্টি স্নাত তেজ পাতা , কাম রাঙা গাছের সুবাস ,পাশে লাগা করি পাতা , লাল গোলাপ, জু ই গন্ধ রাজ্ সব একাকার। বুড়ো ঝা ও গাছ যেন অভিভাবক পাহারা দিচ্ছে।মাথায় দুটি নারকেল গাছের ছায়া। ভিতরে লতা বে লি গোলাপ তুলসী, জবা ,স ফে দা ।কাছেই অর্জুন গাছ ফাল্গুন এর পলাশ ফুটেছে, আমের মঞ্জুর থেকে সুগন্ধ পাখিদের ভিড় জমেছে। লাল কাঞ্চন হোলি র বার্তা দিচ্ছে ,এবার আকাশ হবে লাল , কোকিল বসবে ডালে । এই বয়সকো লেবু গাছটি মারা গেলো। তাই এই বসন্তে মন খারাপ।
কোন মন্তব্য নেই