Header Ads

2025 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত হবে :প্রধানমন্ত্রী

অমল  গুপ্ত    প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদী 17 তম  লোকসভার  শেষ  ভাষণ  এ  দেশের  আর্থিক সামাজিক  উন্নতি সমৃদ্ধ গনতন্ত্র র  নানা বিষয়ে  আলোকপাত  করেন।বলেন ভোট বেশি  দূরে নেই  এরমধ্যে  বিরোধীরা  আতঙ্ক   এ    ভুগতে  শুরু  করেছে। । ভোট  এলে  তিনি  আনন্দ  এ থাকেন বলে  মন্তব্য   করেন। বলেন ভোটে  ইশ্বর  তাকে  সহায়তা করেন। আগামী  25 বছরে   বিকশিত  ভারতের  স্বপ্ন  বাস্তব  রূপ  পাবে।  গত  5 বছর  দেশ  এগিয়ে  গেছে। তালাক  আইনে  পরিণত  হওয়ায়  মা  বোনেরা  সম্মান   পেয়েছে। জি 20 সম্মেলন চেয়ারম্যান  পদে  বসেছে  ভারত।  নতুন  সংসদ  ভবন  নির্মিত  হয়েছে।  লোকসভা  ভোটের আগে  প্রধানমন্ত্রী  শেষ  ভাষণে   রাম মন্দির  আইন  পাশ দেশের  শক্তি বৃদ্ধি   করেছে।  লোকসভার অধ্যক্ষ  ওম বিড়লা    তাকে   সহযোগিতা  করার  জন্যে দেশ  বসিয়ে   অভিনন্দন  জ্ঞাপন  করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.