পাকিস্তান , আফগানিস্তান ,বাংলাদেশ এ নিপীড়িত বাঙালি হিন্দু, জৈন, খ্রিস্টান সহ 5 হিন্দু জনগোষ্ঠির মানুষকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে ভোটের আগেই
অমল গুপ্ত : এককালে বাংলাদেশের আদি বাসিন্দা বাঙালি হিন্দু জনগোষ্ঠির মানুষ কয়েক কোটি উদ্বাস্তু ভারতে নানা প্রান্তে বসবাসকারী যাদের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত নয়। তাদের কে নাগরিকত্ব দেওয়ার লক্ষে নাগরিকত্ব সংশোধনী আইনটি কার্যকরী করা হবে। আইন টি আজ পর্যন্ত রুল ফ্রেম হয়নি। কেন্দ্রীয় সরকার এর প্রতিশ্রুতি ভোট রাজনীতির মোড়কে মোরা। যখন আইন হলনা রুল ফ্রেম হল না তবে কেন কেন্দ্রীয় সরকার একাংশ বাঙালি হিন্দু র ভোট নেওয়ার জন্যে আইন টি চালু করার আশ্বাস দিচ্ছেন? গত 5 বছর রুল হল না আর ভোটের আগেই হবে কী?বাংলার এক কেন্দ্রীয় মন্ত্রী তো 7 দিনের মধ্যে কা কার্যকর হবে বলে জানিয়ে দিলেন। কেবল হিন্দু ? কিন্তু মুসলিম যারা তারা কি বাংলা দেশ সহ অন্য রাষ্ট্র এ নির্যাতিত হচ্ছে ? বাংলাদেশ, পাকিস্তান তো মুসলিমদের রাষ্ট্র ।ভারতের মত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নয় তবে কেন মুসলিম জনগোষ্ঠির মানুষের সঙ্গে ভারতের বামপন্থী দল ,কংগ্রেস, তৃণমূল, সবাই কা র তীব্র বিরোধী ? আইন টি রুল ফ্রেম না করেই বিজেপি ভোটের লোভে আগে কার্যকর করার নামে হিন্দু মুসলিমদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে না? আগে মুসলিমদের বোঝানো হোক, আইনটি ভারতে নাগরিকত্ব এর সব সুবিধা পাচ্ছে। সেই মুসলিম জনগোষ্ঠির ভয়ে র কিছুই নেই। তাদের আধার কার্ড ভোটার রেশন কার্ড সব আছে। সেই মুসলিমদের নানা উস্কানি দিয়ে হিন্দু জনগোষ্ঠির আইনটি র বিরোধিতা করে রাজনীতি e আসর গরম করা হচ্ছে। পক্ষান্তরে বাংলাদেশের হিন্দুদের ভয়ে র কিছু নেই। বর্তমান হাসিনা সরকার হিন্দু জনগোষ্ঠির কল্যাণে কাজ করছেন। ভারতে বাঙালি হিন্দু বিশেষ করে অসম, বাংলা তে বাঙালি হিন্দুরা কিন্তু ভাল নয়। বিনা আইনের কা জারি হলে এই বাঙালি টার্গেট হয়ে যাচ্ছে নির্যাতিত হচ্ছে। তাদের পক্ষে দাঁড়ানোর কোন নেতা নেই বাংলাদেশের হাসিনা সরকার আশ্বাস দিচ্ছেন পাশে দাঁড়াচ্ছে বলে খবর আসছে। ভোটের আগে আইনটি কার্যকর করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার আশ্বাস দিলেন। খবর শুনেই অসমের বাঙালি হিন্দু উদ্বাস্তু রা ভয় পেতে শুরু করেছে। উগ্র অসমিয়া জনগোষ্ঠির মানুষ ভেবেছে বাংলা দেশ থেকে আবার লাখ লাখ হিন্দু অসমে এসে ভরিয়ে দেবে তা কিন্তু নয়। বর্তমানে যারা আছে সেই কয়েক লাখ উদ্বাস্তু নোংরা রাজনীতি রা শিকার হবে নির্যাতিত হবে। তাদের মধ্যে 13-14 লাখ জাতীয় নাগরিকত্ব তালিকা থেকে ছাঁটাই করা হল। এই বাঙালি হিন্দুদের দ্বিতীয় নয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গন্য করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনম্র অনুরোধ রুল ফ্রেম না করে বাঙালি হিন্দুদের দের নিয়ে রাজনীতি করবেন না অশান্তি ডেকে আনবেন না। বিজেপি সরকার দেশের বাঙালি হিন্দুদের নিয়ে চিন্তা করে না। তা করলে আজও 75 বছর স্বাধীনতার পরে ও কোটি কোটি বাঙালি হিন্দুদের এত দুরবস্থা হত না। দয়া করে কা লাগু করতে যাবেন না। অসমে জাতীয় নাগরিক নাগরিক তালিকা থেকে ছাঁটাই হওয়া 13 14 লাখ বাঙালি হিন্দুদের ভোট দানের অধিকার সুনিশ্চিত না করে কা লাগু করবেন না। রাজনীতি করবেন না।








কোন মন্তব্য নেই